রাসের শিল্পমেলা। নিজস্ব চিত্র।
শিল্পমেলার উদ্বোধনের আমন্ত্রণ পত্রে মিহির গোস্বামী ও নিশীথ প্রামাণিকের নাম না থাকায় বিতর্ক শুরু হয়েছে কোচবিহারে। ওই আমন্ত্রণ পত্রে জেলার অন্যান্য তৃণমূল বিধায়কদের নাম রয়েছে। এমনকী বামফ্রন্টের বিধায়ক নগেন্দ্রনাথ রায়ের নাম থাকলেও সদ্য বিজেপিতে যোগ দেওয়া কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহিরের নাম নেই। যার জেরে শুরু হয়েছে বিতর্ক। যদিও অনুষ্ঠানটি হচ্ছে মিহিরের বিধানসভা এলাকাতেই। একই সঙ্গে নাম নেই কোচবিহারের সাংসদ নিশীথের।
রাস মেলা উপলক্ষে আয়োজিত শিল্প মেলার উদ্বোধনের আমন্ত্রণ পত্রে তাঁর নাম না থাকা নিয়ে মিহির বলেন, "বাম জমানায় বিভিন্ন সরকারি অনুষ্ঠানে কোনও দিন বিরোধী বিধায়কদের নাম আমন্ত্রণ পত্রে দেখা যায়নি। তৃণমূল জমানাতেও বিরোধীদের নাম দেখা যায়নি আমন্ত্রণ পত্রে। কিন্তু এ বার বামফ্রন্টের বিধায়কের নাম রাখা হয়েছে। কিন্তু আমার বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠান হলেও আমাকে আমন্ত্রণ করা হয়নি।"
নাম না থাকা নিয়ে কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিংহ জানান, আমন্ত্রণ পত্রে নাম দিতে হলে বিধায়কের বা সংসদের অনুমতির প্রয়োজন হয়। অনেক বার চেষ্টা করা হলেও বিধায়ক মিহির গোস্বামী এবং সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাই তাঁদের নাম আমন্ত্রণ পত্রে রাখা হয়নি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
এই আমন্ত্রণ পত্র নিয়ে বিতর্ক। নিজস্ব চিত্র।
শুক্রবার সন্ধ্যায় এই শিল্প মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। করোনা আবহে রাস উৎসবকে কেন্দ্র করে ফি বছর যে মেলা আয়োজিত হয় তার পরিবর্তে এ বার কোচবিহারের এমজেএন স্টেডিয়ামে ১৫ দিন ধরে চলবে এই মেলা।