Crime

Rape: কিশোরীকে লাগাতার ধর্ষণে অভিযুক্ত কাকা, ধৃতের ১৪ দিনের জেল হেফাজত

অন্তঃসত্ত্বা কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে ধূপগুড়ি থানার পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ২৩:৩৫
Share:

প্রতীকী চিত্র।

কিশোরী ভাইঝিকে দীর্ঘদিন ধরে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশের কাছে কিশোরীর আরও অভিযোগ, ধর্ষণের কথা জানালে খুনেরও হুমকি দিয়েছেন তার কাকা। ওই ঘটনায় অন্তঃসত্ত্বা কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে ধূপগুড়ি থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধূপগুড়ির সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সজনাপাড়া এলাকার বাসিন্দা অতুল রায়ের বিরুদ্ধে সোমবার রাতে লিখিত অভিযোগ করেছে তাঁর ভাইঝি। অষ্টম শ্রেণীর ছাত্রীর অভিযোগ, মাসের পর মাস নিজের বাড়িতে তাকে ধর্ষণ করেছেন কাকা। এ নিয়ে মুখ খুললে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছেন অতুল।

স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি ওই কিশোরীর শারীরিক গঠন দেখে এলাকার কয়েক জন মহিলার সন্দেহ হয় যে সে অন্তঃসত্ত্বা। এর পর কিশোরীর শারীরিক পরীক্ষায় তা ধরা পড়ে। বছর সাতচল্লিশের অতুলের বিরুদ্ধে পরিবারের কাছে অভিযোগ জানায় ওই কিশোরী। সোমবার রাতে কিশোরীর পরিবার ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংডেন ভুটিয়া বলেন, “ওই কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হলে তাঁর ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement