• অসুস্থ: মায়ের কোলে সেই শিশু। নিজস্ব চিত্র
কানে ব্যথা৷ কাছের ওষুধের দোকান থেকে তাই ওষুধ আনতে গিয়েছিলেন বাবা৷ কিন্তু দোকানদার তথা পেশায় হাতুড়ে চিকিৎসক ওষুধ দেননি৷ উল্টে সাড়ে চার বছরের শিশুর ডান কানটি পরিষ্কার করতে গিয়েছিলেন। অভিযোগ, তাতেই শিশুর ডান দিকের কানের পর্দা ফুটো হয়ে গিয়েছে৷
অসুস্থ হয়ে পড়ে শিশুটি৷ পরিস্থিতি এমনই হয় যে তাকে নিয়ে তার বাবা-মাকে ছুটতে হয় উত্তরবঙ্গ মেডিক্যালে৷ এখনও সে পুরোপুরি সুস্থ নয়৷ মঙ্গলবারই তাঁরা বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ওই হাতুড়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ তদন্তও শুরু হয়েছে।
ওই শিশুটির বাড়ি জলপাইগুড়ির তালমায়৷ শিশুর মা প্রমীলা বিশ্বাসের অভিযোগ, ওর কানের জন্য ওষুধ কিনতে জীবন সরকারের দোকানে গেলে তিনি কান ওয়াশ করে দেন। তার পরেই ব্যথা শুরু। বাবা অতীশ বিশ্বাস বলেন, ‘‘গোটা রাত ব্যথা আর জ্বর। সোমবার সকাল হতেই মেডিক্যাল কলেজে নিয়ে যাই৷’’
জীবনবাবুর অবশ্য দাবি, ‘‘ওয়াশ করার জন্য কানের পর্দা ফুটো হয়নি৷ শিশুর বাড়ির লোকই হয়তো কোনও ভাবে কান থেকে ময়লা বের করতে গিয়ে পর্দা ফুটো করে ফেলে৷’’