নিজস্ব চিত্র।
চাকরির প্রতিশ্রুতি দিয়ে এসএসসি এবং টেট পরীক্ষার্থীদের থেকে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন নামী ব্যবসায়ী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ঘটনাটি ঘটেছে। শুক্রবার ওই ব্যবসায়ীকে আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
বৃহস্পতিবার রাতেই রায়গঞ্জের ব্যবসায়ী কিষানলাল আগরওয়ালকে গ্রেফতার করে সিআইডি। এই খবর ছড়িয়ে পড়তেই শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিষানলালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, ‘‘এসএসসি ও টেট পরীক্ষার্থীদের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার নাম করে টাকা নিতেন ওঁরা। কিষানলালকে গ্রেফতারের পর বেশ কিছু জাল নথিপত্র উদ্ধার হয়েছে। আরও কয়েক জন প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন বলে খবর মিলেছে।’’
শুক্রবার সকালে তাঁকে রায়গঞ্জ আদালতে হাজির করানো হয়। ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।