বিরোধী কাউন্সিলরদের অগ্রাধিকার: চেয়ারম্যান

বিরোধী দলের কাউন্সিলরদের ডেকে পুরসভার বোর্ড মিটিং-সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান দিলীপ সিংহ। সোমবার তিনি তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বিজেপি-সহ পুরসভার বিভিন্ন পরিষদীয় দলের প্রতিনিধিদের ডেকে বৈঠক করেন। কাউন্সিলরদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনা এবং সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে চেয়ারম্যানের দফতরে আলাদা ‘সেল’ থাকছে বলে জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০২:১১
Share:

বিরোধী দলের কাউন্সিলরদের ডেকে পুরসভার বোর্ড মিটিং-সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান দিলীপ সিংহ। সোমবার তিনি তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বিজেপি-সহ পুরসভার বিভিন্ন পরিষদীয় দলের প্রতিনিধিদের ডেকে বৈঠক করেন। কাউন্সিলরদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনা এবং সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে চেয়ারম্যানের দফতরে আলাদা ‘সেল’ থাকছে বলে জানান। পুরসভার সচিব তার দায়িত্বে থাকবেন। প্রয়োজনে যে কোনও সময় কাউন্সিলররা চেয়ারম্যানকেও সরাসরি কোনও বিষয় জানাতে পারেন। চেয়ারম্যানকে কখনও না পেলে ‘সেল’ তাঁদের সমস্যা মেটাতে তৎপর হবে। তবে কংগ্রেস দলনেতা সুজয় ঘটক এবং তৃণমূল দলনেতা নান্টু পাল এ দিন জরুরি কাজে ব্যস্ত থাকায় যেতে পারছেন না বলে চেয়ারম্যানকে জানিয়ে দেন। তবে তাঁরা সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিজেপি, সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লকের তরফে কাউন্সিলররা গিয়েছিলেন। চেয়ারম্যান বলেন, ‘‘বিরোধীদের বক্তব্য রাখার জন্যই বেশি সময় দেওয়া হবে। সব দলের জন্যই পুরসভায় আলাদা ঘর দেওয়ার কথা ঠিক হয়েছে।’’ ইতিমধ্যেই বিষয়টি ঠিক করতে মেয়র পারিষদ নুরুল ইসলাম ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন বলে চেয়ারম্যান জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement