মালদহে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে বিক্ষোভ। নিজস্ব ছবি।
প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে নানা অভিযোগের তদন্তে দ্বিতীয় দফায় মালদহে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই দলের সদস্যদের সামনেই বিডিওকে ঘিরে বিক্ষোভ এবং ‘গো ব্যাক’ স্লোগানের ঘটনায় গ্রেফতার হলেন দু’জন। হরিশ্চন্দ্রপুর-২ ব্লকে বুধবারের ঘটনা। দু’জনের গ্রেফতারির জেরে উত্তেজনা বেড়েছে এলাকায়।
আবাস প্রকল্পের অভিযোগ খতিয়ে দেখতে চলতি মাসের শুরুতেই মালদহে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। সম্প্রতি আনন্দবাজার অনলাইনের কাছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল দাবি করেছিলেন, আবাস প্রকল্প সংক্রান্ত অভিযোগ সব চেয়ে বেশি এসেছে এই জেলা থেকেই। প্রশাসনিক সূত্রে খবর, সেই সব অভিযোগ, অনুপযুক্ত এবং যোগ্যদের তালিকা ঠিক মতো তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই বুধবার ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকায় যায় কেন্দ্রীয় দল। সেখানেই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে খবর, দুপুরে পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত সদস্য এবং ব্লক প্রশাসনের সঙ্গে কেন্দ্রীয় দলের আলোচনা চলছিল। সেই সময়ে অফিসের বাইরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, ভালুকা পঞ্চায়েত এলাকায় আবাস প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। বঞ্চিত হয়েছেন যোগ্যরা। কাটমানি নিয়ে বহু মানুষকে ঘর দেওয়া হয়েছে বলেও অনেকে দাবি করেন। স্থানীয়দের দাবি, এই সব অভিযোগ তুলে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের বিডিও বিজয় গিরির কাছে অভিযোগ জানাতে গেলে দু’জন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়। এর পরেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়েরা। এক বিক্ষোভকারীর বক্তব্য, ‘‘বিডিও হলেন এলাকার অভিভাবক। তাঁর কাছে তো সাধারণ মানুষ তো সমস্যা নিয়েই যাবে। তার জন্য গ্রেফতার করা হবে?’’
এর প্রেক্ষিতে বিডিও বলেন, ‘‘ব্লক দফতরে বিশৃঙ্খলা করার জন্য পুলিশ গ্রেফতার করেছে।’’