Nagrakata

সাত দিন বিদ্যুৎহীন! গরমে পানীয় জল সঙ্কটে নাজেহাল অসুর গ্রাম

সাত দিন ধরে বিদ্যুৎহীন গোটা গ্রাম। চরম দুর্ভোগের মধ্যে পড়েছে অসুর সম্প্রদায়ের প্রায় ৫৩টি পরিবার। বিদ্যুৎ না-থাকার কারণে যেমন গরমে নাজেহাল অবস্থা, তেমনি পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে ওই গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নাগরাকাটা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ০৩:১৭
Share:

চরম দুর্ভোগে ছাত্রছাত্রীরা। নিজস্ব চিত্র।

পুজোর মুখে সাত দিন বিদ্যুৎহীন অসুর গ্রাম। সাত দিন ধরে বিদ্যুৎহীন গোটা গ্রাম। চরম দুর্ভোগের মধ্যে পড়েছে অসুর সম্প্রদায়ের প্রায় ৫৩টি পরিবার। বিদ্যুৎ না-থাকার কারণে যেমন গরমে নাজেহাল অবস্থা, তেমনি পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে ওই গ্রামে।

Advertisement

ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের অন্তর্গত কেরন চা-বাগানের কারি লাইনে রয়েছে মহিষাসুরের বংশধর বলে দাবিদার অসুর সম্প্রদায়ের মানুষের। গ্রামের প্রত্যেকের নামের পদবি অসুর। সেই কারি লাইনে গত সাত দিন থেকে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার ফলে নিয়মিত পিএইচইর জল আসে না গ্রামে। তাই ঝর্না অথবা ঝোরা থেকে জল এনে খেতে হচ্ছে এই গ্রামের বাসিন্দাদের। বিদ্যুৎ দফতর থেকে প্রশাসন, কাউকে জানিয়েও কোনও লাভ হয়নি।

স্থানীয় এক স্কুলের শিক্ষিকা অর্চনা রাই বলেন, ‘‘স্কুলে ২৪ জন ছাত্রছাত্রী রয়েছে। সাত দিন ধরে বিদ্যুৎ নেই, যার ফলে পঠনপাঠন চালাতে সমস্যা হচ্ছে। গরমে কষ্টে ক্লাসে থাকতে চাইছে না পড়ুয়ারা।’’

Advertisement

গ্রামের এক বাসিন্দা মঙ্গু অসুর বলেন, ‘‘সাত দিন ধরে বিদ্যুৎ নেই। প্রশাসনের কেউ এক বারও আসেনি। বিদ্যুৎ দফতরের লোক এলেও কোন কাজ করেনি। গ্রামের বাচ্চারা রয়েছে। স্কুল পড়ুয়ারা পড়াশোনা করতে পারছে না। গরমে ঘরে থাকা যাচ্ছে না। তা ছাড়া অন্ধকারে সাপ পোকামাকড়ের উপদ্রব রয়েছে। কবে লাইন ফিরবে গ্রামে জানি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement