সেই পোস্টার। নিজস্ব চিত্র
এর আগে ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্যের নামে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে পোস্টার সেঁটেছিল ‘ইটাহার ব্লকের বঞ্চিত নাগরিকবৃন্দ’। এ বারে তারা সরাসরি অমলের ‘কাটা মাথা’ চেয়ে পোস্টার দিল ইটাহারের বেশ কিছু জায়গায়। এই পোস্টার দেখার পরেই স্থানীয় তৃণমূল নেতা দুলু গঙ্গোপাধ্যায় থানায় গিয়ে অভিযোগ জানান। দোষীদের গ্রেফতারের দাবিও করেন। তবে তিনি লিখিত অভিযোগ করেননি বলেই পুলিশ সূত্রে খবর। ইটাহার থানার ওসি অভিজিৎ দত্ত বলেন, ‘‘এই বিষয়ে পুলিশের কাছে এখনও পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’’
অমলের কথায়, ‘‘ইটাহার ব্লকে বিজেপি রাজনৈতিকভাবে তৃণমূলকে মোকাবিলা করতে পারছে না। রাজ্য সরকারের উন্নয়ন বজায় রাখতে ব্লকের বেশিরভাগ বাসিন্দা তৃণমূলের পাশে রয়েছেন। তাই, বাসিন্দাদের বিভ্রান্ত করতে বিজেপি রাতের অন্ধকারে কখনও তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে, কখনও আমার কাটা মাথা চেয়ে পোস্টার সাঁটাতে শুরু করেছে।’’
বিজেপির জেলা সভাপতি নির্মল দামের অভিযোগ, ইটাহার ব্লকের বেশিরভাগ তৃণমূল নেতা চাকরি ও সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নাম করে বাসিন্দাদের কাছ থেকে কাটমানি নিয়েছেন। তাই কিছু দিন আগে সেই সব বঞ্চিত বাসিন্দারা অভিযুক্তদের নামে পোস্টার মারেন। অভিযুক্ত তৃণমূল নেতারা তার থেকে নজর ঘোরাতে নিজেরাই এই পোস্টার সাঁটিয়ে বিজেপিকে দুষছে।
তৃণমূলের দাবি, এ দিন সকালে ইটাহারের আঙারদিঘি, তিলনামোড়, ঝাড়কালি, বিডিও অফিস, ভূমি ও ভূমি সংস্কার অফিস এবং ইটাহার সদরের বিভিন্ন এলাকার দেওয়ালে ওই পোস্টার দেখা যায়। প্রতিটি পোস্টারে উপরে বন্দেমাতরমও লেখা রয়েছে।