এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।
মাদক পাচারকাণ্ডে এ বার পুলিশের জালে বিহারের তিন যুবক। রবিবার রাতে ফরাক্কার বিন্দুগ্রাম মেলার মাঠ সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিলেন তাঁরা। নজরে পড়তেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাতে অসঙ্গতি ধরা পড়ায় গ্রেফতার করা হয় তিন জনকেই। জানা যায়, তিন জনেই বিহারের ভাগলপুরের বাসিন্দা। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ৩১৫ গ্রাম হেরোইন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কুন্দন কুমার, গুলশান কুমার ও অমর কুমার ৩১৫ গ্রাম হেরোইন মালদহ থেকে সংগ্রহ করেছিলেন। কিন্তু সেই মাদক তাঁরা কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।
এই ঘটনায় ফরাক্কার এসডিপিও আমিনুল খান বলেন, ‘‘ধৃতদের জিজ্ঞসাবাদে কিছু তথ্য মিলেছে। কিছু অসঙ্গতি আছে। মালদহের কোথা থেকে হেরোইন আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল- সবটাই হেফাজতে নিয়ে তদন্ত হবে।”