লোটো অভিযানে বাজেয়াপ্ত কম্পিউটার। নিজস্ব চিত্র।
বেআইনিভাবে গজিয়ে ওঠা অনলাইন লটারির কারবারিদের বিরুদ্ধে অভিযান চালাল মালদহ জেলার ইংরেজবাজার থানার পুলিশ। এই অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা অবধি ইংরেজবাজার শহরের বিস্তীর্ণ এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২০টি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে।
গ্রেফতার হওয়া ৩০ জনেরই বাড়ি ইংরেজবাজার এলাকায়। কালীপুজোর সময় থেকেই ইংরেজবাজার থানার পুলিশ শহরের বিস্তীর্ণ এলাকায় জুয়ার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
এ ব্যাপারে ইংরেজবাজার থানার আইসি মদনমোহন বলেছেন, ‘‘লোটো এবং জুয়া খেলায় সাধারণ মানুষের সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এটা নেশায় পরিণত হয়েছে। তাই ইংরেজবাজার থানার পুলিশের পক্ষ থেকে এই অভিযান নামা হয়েছে। বেআইনি লটারির কারবারিদের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে পুলিশ আইনত ব্যবস্থা গ্রহণ করবে।’’ অভিযুক্ত ৩০ জনকে বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয়।