রেঞ্জ অফিসের সামনে বিক্ষোভ বাসিন্দাদের। নিজস্ব চিত্র।
হাতির হানায় বার বার নষ্ট হচ্ছে ফসল। কিন্তু বনদফতরের কাছে আবেদন করেও মিলছে না সাহায্য। এমনই অভিযোগ তুলে ক্ষতিপূরণের দাবিতে এ বার মরিঘাট রেঞ্জ অফিসের সামনে আন্দোলনে বসলেন ধূপগুড়ি ব্লকের নিরঞ্জনপাঠ এলাকার বাসিন্দারা। কিন্তু রেঞ্জ অফিসে এসে বাধার মুখে পড়তে হয় বলেও দাবি বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দা তুলসী রায় বলেন, “হাতির হানায় প্রতি দিনই ফসল নষ্ট হচ্ছে। বনদফতরকে অনেক বার জানিয়েও কোনও লাব হয়নি। তাই আজ আন্দোলনে বসেছি আমরা।”
উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে ২০ থেকে ২৫ টি হাতির একটি দল প্রায় চার থেকে পাঁচ বিঘা আলুর ক্ষেত নষ্ট করে দেয়। বন দফতরকে জানানো হলেও তারা আসেননি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাই যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হবে তত ক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।
মরিঘাটের রেঞ্জার রাজকুমার পাল বলেন, “কিছু গ্রামবাসী এসে বিক্ষোভ দেখিয়েছেন, তাঁরা অবস্থান করেন। তবে তাঁরা লিখিত কোনও অভিযোগ জমা দেননি। লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ করব।”