জয়গাঁ সুপার মার্কেট এলাকায় কমলা লেবুর দোকান। —নিজস্ব চিত্র।
ফলন কম, তা-ই চড়া দামে বিক্রি হচ্ছে ভুটানের কমলালেবু।
শীত পড়তেই প্রতি বছরের মতো এ বারও ভুটানের সীমান্তবর্তী শহর জয়গাঁ-সহ ডুয়ার্সের বিভিন্ন বাজারে দেখা মিলছে ভুটানের কমলালেবুর। ওই কমলা কিনতে প্রতি বছরেই বাজারে ক্রেতাদের ভিড় জমে। তবে এ বছর ভিড় অনেকটাই কম। প্রতি বছরেই জয়গাঁর রাস্তার পাশে সার সার কমলার দোকান বসে। এ বছরও দোকান রয়েছে। কিন্তু তেমন ভাবে দেখা মিলছে না ক্রেতাদের।
ব্যবসায়ীদের বক্তব্য, অন্য বারের তুলনায় এ বছর কমলালেবুর ফলন কম হয়েছে। সে কারণে তার দাম বেশি। প্রতি বছর যে কমলা ৩০০ থেকে ৪০০ টাকা টন দরে বিক্রি হত, সে কমলাই এ বছর কিনতে হচ্ছে ৮০০ থেকে ১,০০০ টাকা টন দরে কিনতে হচ্ছে। তা-ই চড়া দামেই তা বিক্রি করতে হচ্ছে। দাম বেড়ে যাওয়ায় ক্রেতার দেখা মিলছে না।
বিক্রেতা লীলা সিংহ বলেন, ‘‘শীত পড়তেই কমলালেবুর দোকান দিই। এ বছর ফলন কম। এ ছাড়া, বাংলাদেশেও কমলা রফতানি করা হচ্ছে। তাই এ বার অন্য বারের তুলনায় দাম অনেকটাই বেশি।’’
আর এক বিক্রেতা নীতা শাহ বলেন, ‘‘এ বছর খুব কম ক্রেতা আসছেন দোকানে। দাম বেশি হওয়ায়, অনেকে কমলা কিনছেনও না।’’