রমজানের মরসুমে বিদ্যুৎ পরিষেবা বেহাল থাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মালদহের মোথাবাড়ির বাবলা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ চলে। দীর্ঘ ক্ষণ মালদহ-মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ হয়ে থাকায় যানযটের সৃষ্টি হয়। বিপাকে পড়তে হয় নিত্যযাত্রীদের। পুলিশ গিয়ে আশ্বাস দেওয়ার পরেও অবরোধ তোলেননি গ্রামবাসীরা। পরে কালিয়াচক থানা থেকে বাড়তি পুলিশ গিয়ে বিষয়টি সংশ্লিষ্ট দফতরের কর্তাদের জানানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা। কালিয়াচকের মোথাবাড়ি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। শুক্রবার থেকে রমজান মাস শুরু হয়েছে। অভিযোগ, রাতের দিকে বিদ্যুৎ থাকে না। থাকলেও ভোল্টেজ না থাকায় নিত্য দিনের কাজ কর্ম ব্যাহত হচ্ছে। এমনই অভিযোগ তুলে কালিয়াচক ২ ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পঞ্চায়েত প্রধান কংগ্রেসের নাসিফা বানু বলেন, ‘‘সমস্যার কথা আমরা ব্লক প্রশাসন থেকে শুরু করে বিদ্যুৎ দফতরের কর্তাদের একাধিক বার জানানো হয়েছে। সমস্যার সুরাহা হয়নি।’’ বিদ্যুৎ দফতরের মালদহের ডিভিশন্যাল ম্যানেজার শৈবাল মজুমদার বলেন, ‘‘প্রযুক্তিগত কিছু ত্রুটি থাকায় সমস্যা তৈরি হয়েছে। আমরা খুব দ্রুততার সঙ্গে সমস্যাটি মেটানোর চেষ্টা চালাচ্ছি।’’