raiganj

ইঞ্জিনে আগুনের ফুলকি, আতঙ্ক

মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাহিন এলাকার ঘটনা। তড়িঘড়ি আতঙ্কিত অবস্থায় যাত্রীদের ট্রেন থেকে নামানো হয়। ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি বলে রেলের তরফে দাবি করা হয়েছে।

Advertisement

মেহেদি হেদায়েতুল্লা

রায়গঞ্জ শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ ০৮:১৮
Share:

ইঞ্জিনে জল দিচ্ছেন এক গ্রামবাসী। মঙ্গলবার রায়গঞ্জে। নিজস্ব চিত্র

চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে আগুনের ফুলকি ও ধোঁয়া বেরোনোর ঘটনায় আতঙ্ক ছড়াল। তেলতা থেকে রাধিকাপুরগামী ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাহিন এলাকার ঘটনা। তড়িঘড়ি আতঙ্কিত অবস্থায় যাত্রীদের ট্রেন থেকে নামানো হয়। ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি বলে রেলের তরফে দাবি করা হয়েছে। খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তার আগেই স্থানীয় গ্রামবাসীরা ইঞ্জিনের আগুন নেভাতে এগিয়ে আসেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ‘‘ঠিক কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন রেলের ইঞ্জিনিয়ারেরা।’’

Advertisement

ওই ট্রেনের যাত্রী রায়গঞ্জের বাসিন্দা অনিল দাস বলেন, ‘‘ট্রেনটি দাঁড়িয়ে পড়ার পরেই শুনতে পাই আগুন লেগেছে। নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে ট্রেন থেকে নেমে আসি।’’ রেল সূত্রে জানা যাচ্ছে, প্রাথমিক তদন্তে ইঞ্জিনিয়ারদের অনুমান, ‘শর্ট সার্কিট’ থেকে আগুন লেগেছিল। রায়গঞ্জ রেল স্টেশন ম্যানেজার রাজু কুমার বলেন, ‘‘গ্রামবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকল এবং রেলের ইঞ্জিনিয়ারেরা ট্রেনটি পরীক্ষা করে দেখার পরে, সেটিকে ছাড়ার অনুমতি দেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement