গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে সম্রাট শর্মা চৌধুরীকে। নিজস্ব চিত্র
‘ফেসবুক লাইভে’ এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে আলিপুরদুয়ার জেলা শহর সংলগ্ন ভোলারডাবরী এলাকা থেকে শনিবার রাতে সম্রাট শর্মা চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিম। শুধু মুখ্যমন্ত্রী নয়, তাঁর ভাইপো এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও ফেসবুক লাইভে এসে সম্রাট আপত্তিকর কথা বলেন বলে অভিযোগ। ইতিমধ্যেই এই কুকথার জন্য তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল। আলিপুরদুয়ার থানার পুলিশ সূত্রে খবর, গোটা বিষয়টির তদন্ত চলছে।
তৃণমূল সূত্রে খবর, গত কয়েক দিন ধরই ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী ও অভিষেকের সম্পর্কে ‘আপত্তিকর মন্তব্য’ করছেন সম্রাট। এর আগেও জেলা পুলিশের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি আলিপুরদুয়ার থানার পুলিশের শীর্ষ আধিকারিক এবং জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একাধিকবার ফেসবুক লাইভে এসে কুরুচিকর কথাবার্তা বলার অভিযোগ উঠেছে সম্রাটের বিরুদ্ধে। গত কয়েক দিন যাবত রাজ্যের বিভিন্ন জেলার একাধিক থানাতে সম্রাটের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয় বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ারের তৃণমূল নেতা-কর্মীদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় সম্রাটের গ্রেফতারির দাবি জানাতে আরম্ভ করেন। শনিবার রাতে আলিপুরদুয়ার থানার পুলিশ অভিযুক্ত সম্রাটকে গ্রেফতার করতে গেলে ফের তিনি ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রী এবং পুলিশ সম্পর্কে কটূক্তি করেন বলে অভিযোগ।
আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সমীর ঘোষ বলেন, ‘‘বাংলার মুখ্যমন্ত্রী এক জন মহিলা। এক জন মহিলা সম্পর্কে উনি যে ভাষায় কথা বলেছেন তার নিন্দা জানাই। আমরা সোমবার আলিপুরদুয়ার থানায় সম্রাট শর্মা চৌধুরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করব। আমরা চাই ওঁর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’’ আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিকবরাইক বলেন, ‘‘উনি পাগল কিনা জানিনা। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে সমস্ত কথা বলেছেন দলগতভাবে আমরা তার নিন্দা জানাই। প্রশাসন ব্যবস্থা নিয়েছে, আমরা চাই ওঁর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’’
আলিপুরদুয়ার থানার এক পুলিশ আধিকারিক জানান, অভিযুক্তকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। শারীরিক ভাবে কিছুটা অসুস্থ থাকায় তাঁর চিকিৎসা চলছে হাসপাতালে। সুস্থ হলেই অভিযুক্তকে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হয়।