প্রতীকী ছবি।
আবারও বোমা বিস্ফোরণে মৃত্যু! বৃহস্পতিবার রাতে মালদহের বৈষ্ণবনগরের ঘেরা ভগবানপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, বোমা বিস্ফোরণের ঘটনায় যাঁর মৃত্যু হয়েছে, তাঁর নাম মুখলেসুর রহমান। বিস্ফোরণের ঘটনায় আরও দু’জন জখম হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এলাকার চাঁদপুরের মাঠে আচমকাই বিস্ফোরণ ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। এর পরেই সেখান থেকেই মুখলেসুরের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রের অনুমান, বোমা বাঁধতে গিয়ে অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে তাঁর মৃত্যু হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। ভোটপর্বেও মুর্শিদাবাদের বেলডাঙায় আলিম শেখ নামে এক তৃণমূল কর্মীর প্রাণ গিয়েছে।
অন্য দিকে, জেলার চাঁচল থানার গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে বোমা উদ্ধার হয়েছে। এই স্কুলের ভিতরেই নির্বাচনের দিন সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ভেঙেছে স্কুলের পাখা। ফাটল ধরে দেওয়ালে। সেই স্কুলের মাঠ থেকেই মিলল দু’টি তাজা বোমা। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়া়ডকে। অনুমান, স্কুল চত্বরে আরও বোমা থাকতে পারে। এই পরিস্থিতিতে আপাতত স্কুল ছুটি দেওয়া হয়েছে।