TMC

‘অচ্ছে দিন’ নিয়ে কটাক্ষ করে কোচবিহারে দল ছাড়লেন বিজেপি নেতা, খোঁচা গেরুয়াশিবিরের

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির যুব মোর্চার কোচবিহার জেলা কমিটির সদস্য তথা দিনহাটা বিধানসভার বিজেপি যুব মোর্চার আহ্বায়ক অনিমেষ বর্মণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৩:১৯
Share:

উদয়ন গুহের হাত থেকে তৃণমূলের পতাকা নিচ্ছেন অনিমেষ বর্মণ। — নিজস্ব চিত্র।

পঞ্চায়েত ভোটের দিন ক্ষণ ঘোষণা হতে না হতেই কোচবিহারের বিজেপিতে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির যুব মোর্চার কোচবিহার জেলা কমিটির সদস্য তথা দিনহাটা বিধানসভার বিজেপি যুব মোর্চার আহ্বায়ক অনিমেষ বর্মণ। রবিবার দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন অনিমেষ।

Advertisement

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই অনিমেষ তোপ দেগেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তাঁর কথায়, ‘‘বিজেপি বলেছিল ‘অচ্ছে দিন’ আসবে। কিন্তু গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে। কোচবিহারে যাঁরা বিজেপি চালাচ্ছেন তাঁদের দ্বারা দল চালিত হতে পারে না।’’ অনিমেষের যোগদান নিয়ে উদয়ন বলেন, ‘‘অনিমেষকে দিয়ে বিজেপি এমন কাজ করিয়েছে যে, ও পুলিশের নজরে পড়ে গিয়েছে। আমরা চাই ওর গুণগুলিকে আমাদের সংগঠনের কাজে লাগাতে। ঠিক মতো চলতে পারলে ভবিষ্যতে পুরস্কৃত হবে।’’

এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলের জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ‘‘দল থেকে যাঁদের নাম আমরা বাদের খাতায় রেখেছি, তাঁদের তৃণমূলে যোগদান করিয়ে বড় বড় কথা বলছেন উদয়ন। আজকেও বিভিন্ন জায়গায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবে। শুধু সময়ের অপেক্ষা। বিজেপিতে থাকলে খেতে পারবে না, তাই তৃণমূলে যোগদান করেছে। তাতে আমাদের কিছু যায় আসে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement