স্ক্রাব টাইফাসের আতঙ্ক রায়গঞ্জে। ছবি সংগৃহীত।
রায়গঞ্জে উদ্বেগ বাড়ছে স্ক্রাব টাইফাসের। রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ওই রোগের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন বেশ কয়েক জন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বৃহস্পতিবার পর্যন্ত স্ক্রাব টাইফাসে আক্রান্ত ২৬ জন রোগীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালে ওই রোগের উপসর্গ নিয়ে ভর্তি বাকিদের রক্তের নমুনা পরীক্ষা চলছে। আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।
জ্বর, গায়ে-হাতে প্রবল ব্যথা-সহ নানা উপসর্গ নিয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি একাধিক রোগী। তাঁদের মধ্যে ২৬ জন স্ক্রাব টাইফাসে আক্রান্ত বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাঁদের অধিকাংশই গ্রামাঞ্চলের বাসিন্দা। এ নিয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিনের অধ্যাপক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এটা একটি পতঙ্গবাহিত রোগে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। রায়গঞ্জ মেডিক্যাল কলেজে এই রোগের চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা আছে। এই রোগ মানুষের থেকে ছড়ায় না।’’
এ নিয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের সুপার প্রিয়ঙ্কর রায় বলেন, ‘‘স্ক্রাব টাইফাসের পজিটিভিটি রেট বেশি। এই রোগে আতঙ্কের কিছু নেই। যে কয়েক জন রোগী ভর্তি তাঁরা সকলেই স্থিতিশীল অবস্থায় আছেন।’’