Calcutta High Court

Cooch Behar: ধর্নায় বসা ‘প্রেমিকা’র সঙ্গে ছেলের বিয়ে পাকা, আশীর্বাদও সেরে ফেলল সেই গোস্বামী পরিবার

স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং পড়শিদের মধ্যস্থতায় কোচবিহারের নিশিগঞ্জের সেই প্রণব গোস্বামী ও নিবেদিতা দেব এ বার বিয়ের আসরে বসতে চলেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ২২:১০
Share:

নিজস্ব চিত্র

কলকাতা হাই কোর্টের নির্দেশে প্রেমিকার শিক্ষকতার চাকরি যেতেই বেঁকে বসেছিলেন প্রেমিক। শেষমেশ স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং পড়শিদের মধ্যস্থতায় কোচবিহারের নিশিগঞ্জের সেই প্রণব গোস্বামী ও নিবেদিতা দেব এ বার বিয়ের আসরে বসতে চলেছেন। বৃহস্পতিবার নিবেদিতার বাড়িতে হবু-জামাইয়ের আশীর্বাদ রীতি সম্পন্ন হয়। নিবেদিতার পরিবার জানায়, প্রাথমিক ভাবে বিয়ের যা দিনক্ষণ স্থির হয়েছিল, সেই দিনেই বিয়ের অনুষ্ঠান হবে।

Advertisement

আদালতের নির্দেশে যে ২৬৯ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তাঁদের মধ্যেই এক জন হলেন নিবেদিতা। বুধবার তিনি বিয়ের দাবিতে প্রণবের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন। নিবেদিতা দাবি করেছিলেন, চাকরি থেকে বরখাস্ত হওয়ার খবর শুনে প্রণব তাঁকে আর বিয়ে করতে চাইছেন না। তাঁদের মধ্যে বছর পাঁচেকের প্রেমের সম্পর্ক। যদিও তাঁদের মধ্যে বিয়ে ঠিক হয়নি বলেই দাবি করেছিলেন পেশায় নিশিগঞ্জ কলেজের অতিথি শিক্ষক প্রণব।

তার পর দিনই অর্থাৎ বৃহস্পতিবার মেয়ের বাড়ির পক্ষ থেকে প্রণবের আশীর্বাদ হয়। নিবেদিতা বলেন, ‘‘আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন তা মিটে গিয়েছে। আমার প্রেমিককে ফিরে পেয়ে আমি খুশি।’’ প্রণব বলেন, ‘‘প্রতিবেশীদে সঙ্গে নিয়ে দুই পরিবারের বৈঠক হয়েছে। আমি এই বিয়ে মেনে নিয়েছি। ১০ জুলাই বিয়ের দিন ঠিক হয়েছে।’’

Advertisement

মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের তৃণমূল সহ-সভাপতি সাবলু বর্মণ বলেন, ‘‘মেয়ে এবং ছেলে দুই পরিবারকে নিয়েই বসা হয়েছিল। দুই পরিবারই বিয়েতে রাজি হয়েছে। আজ (বৃহস্পতিবার) ছেলের আশীর্বাদ হয়ে গেছে। বিয়ের রেজিস্ট্রির প্রথম সিগনেচার (সই)-ও হয়েছে আজ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement