নিজস্ব চিত্র।
পুরভোট নজরে রেখে এ বার তৃণমূল বিধায়ক উদয়ন গুহের গড় দিনহাটায় দায়িত্ব পেলেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আসন্ন পুরভোটে রণকৌশল ঠিক করতেই বৃহস্পতিবার বৈঠকে বসেছিল কোচবিহার জেলা বিজেপি। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়।
একই সঙ্গে কোচবিহার পুরসভা, তুফানগঞ্জ পুরসভা ও মাথাভাঙ্গা পুরভার দায়িত্ব দেওয়া হয়েছে জেলার তিন বিধায়ককে। তুফানগঞ্জের দায়িত্বে বিধায়ক মালতি রাভা রায়। মাথাভাঙ্গায় সুশীল বর্মণকে আর কোচবিহার পুরসভার দায়িত্বে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে।
নিশীথ বলেন, ‘‘এখন শুধু সময়ের অপেক্ষা। নির্বাচনবিধি কার্যকর হলেই বিজেপি প্রার্থিতালিকা ঘোষণা করবে। গত বিধানসভা নির্বাচনে এই পুরসভা এলাকার মানুষ বিজেপি-কে দুই হাত ভরে আশীর্বাদ করেছেন। এই নির্বাচনেও তাই করবে।’’
কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান উদয়ন বলেন, ‘‘দিনহাটায় গত উপনির্বাচনে নিশীথ প্রামাণিককে বিজেপি দায়িত্ব দিয়েছিল। মানুষ জানে তার কী ফল হয়েছে। লক্ষাধিক ভোটে বিজেপি প্রার্থীর পরাজয় হয়েছে। দল আবার তাঁকে দিনহাটা পুরসভার দায়িত্ব দিয়েছে। আবার একই পরিণতি হবে। তৃণমূল জেলার ৬টি পুরসভাতেই সংখ্যাগরিষ্ঠ ভাবে বোর্ড গঠন করবে।’’