Fire

রাতের আগুনে পুড়ল ৯ দোকান

এ দিন ভোর তিনটে নাগাদ আগুন লাগে রবীন্দ্রনগরের ৯টি দোকানে। প্রথমে একটি স্টুডিয়োতে আগুন লাগে। দমকলের সন্দেহ, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ০২:২১
Share:

ভস্মীভূত: আগুনে পুড়ে গিয়েছে একাধিক দোকান। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। বুধবার। নিজস্ব চিত্র

শেষরাতের আগুনে পুরোপুরি জ্বলে গেল ৯টি দোকান। বুধবার ভোরে রবীন্দ্রনগর মোড়ের ঘটনা। শিলিগুড়ি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে রবীন্দ্র সরণি এবং ঘোঘোমালি মেন রোডের মুখে রয়েছে ওই জায়গা। দমকলের ৫টি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্ত্বে নিয়ে আসে। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ। বেআইনি নির্মাণের কারণে শহরে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠছে।

Advertisement

এ দিন ভোর তিনটে নাগাদ আগুন লাগে রবীন্দ্রনগরের ৯টি দোকানে। প্রথমে একটি স্টুডিয়োতে আগুন লাগে। দমকলের সন্দেহ, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। এর কিছুক্ষণ পরে তার পাশেই থাকা নিতাই গোপের চায়ের দোকানের সিলিন্ডার ফেটে আগুন আরও ছড়িয়ে পড়ে বলে দাবি দমকলের। স্থানীয় বাসিন্দাদের দাবি, সময়ে আগুন নেভানোর কাজ না শুরু করা গেলে পাশেই থাকা কয়েকটি কাঠের বাড়িতে আগুন ছড়িয়ে যেতে পারত। দমকল দফতরের শিলিগুড়ির ভারপ্রাপ্ত ডিভিশনাল অফিসার দেওয়ান লেপচা বলেন, ‘‘ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনও বাকি রয়েছে। বেআইনিভাবে কেউ আগুনের ব্যবহার করছিল কিনা, নথি ঠিক ছিল কিনা, সব খতিয়ে দেখে ব্যবস্থা নেবে দমকল।’’

এ দিন যে দোকানগুলি পুড়েছে তার মধ্যে কয়েকটি পুরসভার নর্দমার উপরে এবং সরকারি রাস্তা দখল করে তৈরি হয়েছে বলে অভিযোগ। একটি মিষ্টির দোকান আগুনে পুড়েছে এ দিন। ২০১২ সালেও একবার সেটিতে আগুন লেগেছিল। এ দিন স্টুডিয়ো, চায়ের দোকান, মিষ্টির দোকান ছাড়াও আগুনে ফুল, মোবাইল, হোমিওপ্যাথি ওষুধ ও টিভি সারাইয়ের দোকান পুড়েছে। রবীন্দ্রনগর-রথখোলা ব্যবাসায়ী সমিতির সম্পাদক সুব্রত কুণ্ডু বলেন, ‘‘দমকল দেরিতে আসে। প্রথমে মেশিন কাজ করেনি। কয়েকজনের অবস্থা খুব খারাপ। সরকারি সাহায্য দরকার।’’ যদিও দেরি হয়নি বলেই দাবি দমকলকর্তাদের। চা দোকানি নিতাই সবচেয়ে বেশি ক্ষতির মুখে। তিনি বলেন, ‘‘কোনওরকমে দোকান থেকে সংসার চলে। কী ভাবে ক্ষতি পোষাব, জানি না।’’ ক্ষতির মুখে বাকিরাও।

Advertisement

এ দিন বিজেপি নেতা রথীন বসু, প্রবীণ আগরওয়ালরা ঘটনাস্থলে যান। তাঁরা বলেন, ‘‘পুরসভা এবং দমকল কেউই নিজেদের ভূমিকা পালন করছে না।’’ কয়েকটি দোকানের নথি ঠিক নেই বলে অভিযোগ। ঘটনাস্থলে গিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। তিনিও বলেন, ‘‘বেআইনি নির্মাণ সরছে না, তারের জঙ্গল সরছে না। ক্ষতিপূরণ দিতে হবে ব্যবসায়ীদের।’’

এ দিন ঘটনাস্থলে যান মেয়র পারিষদ শঙ্কর ঘোষ। তিনি বলেন, ‘‘দমকল ঠিকমতো কাজ করতে পারেনি। বিরোধীরা আগুন নিয়ে রাজনীতি করছে। চম্পাসারিতেআগুন নিভিয়ে টাকা চেয়েছেদমকল। আমরা ব্যবসায়ীদের আর্থিক সাহায্য দেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement