TMC

Municipal Election Result 2022: পুরভোটে নিজের পাড়ায় হার শিলিগুড়ির বিজেপি বিধায়কের, ১ থেকে ৩ নম্বরে পৌঁছলেন শঙ্কর

বিধানসভা ভোটের আগে লাল পতাকা সরিয়ে রেখে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন শিলিগুড়িতে সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের শিষ্য বলে পরিচিত শঙ্কর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৩:২৬
Share:

নিজের পাড়ায় হারলেন শঙ্কর ঘোষ। —নিজস্ব চিত্র।

বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়ে শিলিগুড়ি দখল করেছিলেন। সিপিএম থেকে বিজেপি-তে যাওয়া সেই শঙ্কর ঘোষ এ বার শিলিগুড়ি পুরসভার ভোটে হেরে গেলেন নিজের পাড়াতেই। শঙ্করের ওয়ার্ডে জিতেছেন তৃণমূল প্রার্থী।
২০২১ সালে রাজ্যে বিধানসভা ভোটের আগে লাল পতাকা সরিয়ে রেখে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন শিলিগুড়িতে সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের শিষ্য বলে পরিচিত শঙ্কর। বিধানসভা ভোটে শিলিগুড়ি কেন্দ্র থেকে জয়ীও হয়েছিলেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। তাঁকে শঙ্কর হারিয়েছিলেন ৩৫ হাজার ৫৯৬ ভোটে। শিষ্যের প্রতাপে ‘গুরু’ অশোক চলে গিয়েছিলেন তৃতীয় স্থানে। সেই শঙ্করকে এ বার শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ ভারতনগরে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু সোমবার ফল বেরোতে দেখা যায় শঙ্কর নিজের ওরার্ডে হেরেছেন। সেখানে জিতেছেন তৃণমূলপ্রার্থী প্রতুল চক্রবর্তী। তাঁর প্রাপ্ত ভোট ২,০৮৫। দ্বিতীয় স্থানে রয়েছেন নির্দল প্রার্থী বিকাশরঞ্জন সরকার। তিনি ভোট পেয়েছেন ২,০৭৪টি। অর্থাৎ তৃণমূলপ্রার্থীর থেকে মাত্র ১১ ভোট কম। এলাকায় তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত ছিলেন বিকাশরঞ্জন। জোড়াফুলেরই একটি শিবিরের বক্তব্য, দলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়েছিলেন বিকাশরঞ্জন। শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে পুর-যুদ্ধে ১,৬১৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন শঙ্কর। যিনি এক সময় ওই পুরসভার কাউন্সিলরও ছিলেন।

Advertisement

নিজের পাড়ার হারের মুখে পড়ে হতাশ শঙ্কর। তাঁর কথায়, ‘‘এ বারের ভোটে তৃণমূলের পক্ষে হাওয়া দেখলাম। আমিও হেরেছি। আমি মনে করি, পাড়ার জন্য যতটা করার ততটা করেছি। আমি গত ৬ বছর পাড়াকে সাজিয়েছি অক্লান্ত ভাবে। সেই জায়গায় এই ফল অপ্রত্যাশিত। মানুষ আমাকে গ্রহণ করেননি, এটা আমার কাছে আঘাত। ফল নিয়ে সাংগঠনিক ভাবে আলোচনা দরকার। এটা সেট ব্যাক। হেরে গিয়ে কাউকে দোষারোপ করা ঠিক হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement