Fire

Fire: আচমকা বিধ্বংসী আগুন বাড়িতে, ২ সন্তান-সহ মাকে উদ্ধার দমকলের

সোমবার ওই ওয়ার্ডের বাসিন্দা উত্তম দত্তের বাড়িতে আগুন লেগে যায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কর্মীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ২১:১৬
Share:

বাড়িতে আগুন। মই দিয়ে নামানো হচ্ছে মহিলাকে। নিজস্ব চিত্র

বাড়িতে আচমকা বিধ্বংসী অগ্নিকাণ্ড। আর ঘরের ভিতরে দুই সন্তান-সহ মা আটকে পড়েছেন। এমন অবস্থাকে থেকে তিন জনকে উদ্ধার করলেন দমকল কর্মীরা। সোমবার এই ঘটনা ঘটেছে ধূপগুড়ি শহরের মিলপাড়ার চার নম্বর ওয়ার্ডে।
সোমবার ওই ওয়ার্ডের বাসিন্দা উত্তম দত্তের বাড়িতে আগুন লেগে যায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কর্মীদের। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের তিনটি ইঞ্জিন। বাইরে দাউদাউ করে আগুন জ্বলছে। সেই সময় দেখা যায় ঘরের ভিতরে আটকে উত্তমের স্ত্রী এবং তাঁদের দুই সন্তান। বাঁচার জন্য ঘরের ভিতর থেকে আর্তনাদ শুরু করেন তাঁরা। কিন্তু বাড়ির প্রবেশ দ্বার জ্বলতে থাকায় কেউই সাহস করে যেতে পারেননি।

Advertisement

সেই সময় দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করেন। কয়েক ঘন্টার প্রচেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড। স্থানীয় বাসিন্দা বাঁধন সাহা বলেন, ‘‘দমকল কর্মীরা এসে আটকে থাকা মানুষদের উদ্ধার করেন। ওঁদের ধন্যবাদ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement