Red Alert

ফালাকাটায় উড়ানে নির্দিষ্ট উচ্চতা রাখার নির্দেশ

বৃহস্পতিবার বিকেলে ফালাকাটা টাউন ক্লাব মাঠে শুরু হয়েছে এই কাজের মহড়া। আজ, শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হবে কাজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ০৮:৪০
Share:

আগামী সাত দিন একটি নির্দিষ্ট উচ্চতার নীচে ফালাকাটার আকাশে উড়তে পারবে না বিমান। —প্রতীকী ছবি।

ফালাকাটার আকাশপথে ‘রেড অ্যালার্ট’ জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। নির্দেশ অনুযায়ী, আগামী সাত দিন একটি নির্দিষ্ট উচ্চতার নীচে ফালাকাটার আকাশে উড়তে পারবে না বিমান, হেলিকপ্টার-সহ কোনও আকাশযান। জানা গিয়েছে, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে ফালাকাটায় ড্রোনের মাধ্যমে ‘জিআই ম্যাপ ট্র্যাকিং’-এর কাজ চলবে। সেই কারণেই এই পদক্ষেপ। ফালাকাটার পাশেই ভুটান ও বাংলাদেশ সীমান্ত থাকায় এই বাড়তি সর্তকতা নেওয়া হয়েছে বলে খবর। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, আগামী সাত দিন ফালাকাটার আকাশ পথে একটি নির্দিষ্ট উচ্চতার নীচে যাতে কোনও বিমান চলাচল না করে তার জন্য সংশ্লিষ্ট দফতরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। প্রথম পর্যায়ে ফালাকাটার ২৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ড্রোনের সাহায্যে আকাশপথে চলবে পর্যবেক্ষণ, ছবি তোলা এবং ‘জিআই ম্যাপ ট্র্যাকিং’-এর কাজ। এর পর ধীরে ধীরে রাজ্যের সব পুরএলাকাগুলিতে এই কাজ হবে বলেও জানা গিয়েছে।

Advertisement

ফালাকাটার পুরপ্রধান জানান, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ‘পাইলট প্রজেক্ট’-এ ‘জিআই ম্যাপ ট্র্যাকিং’-এর ফলে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প, যেমন, পুকুর খনন, রাস্তা তৈরি ইত্যাদির অগ্রগতি কতদূর তা জানা সম্ভব হবে। এতে প্রকল্পের কাজে দুর্নীতি কমবে অনেকটাই।

বৃহস্পতিবার বিকেলে ফালাকাটা টাউন ক্লাব মাঠে শুরু হয়েছে এই কাজের মহড়া। আজ, শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হবে কাজ। কাজের তত্ত্বাবধানে রয়েছেন পশ্চিমবঙ্গ নগরোন্নয়ন দফতরের যুগ্ম সচিব সুপ্রিয় অধিকারী এবং তাঁর নেতৃত্বাধীন ছ’জনের একটি প্রতিনিধি দল।

Advertisement

ফালাকাটার পুরপ্রধান প্রদীপকুমার মুহুরি বলেন, “আমাদের রাজ্যে ফালাকাটাই প্রথম পুরসভা যেখানে ‘পাইলট প্রজেক্ট’-এর কাজ শুরু হচ্ছে। ড্রোনের মাধ্যমে সমস্ত ফালাকাটাকে ‘জিআই ম্যাপিং’-এর আওতায় আনা হবে। এই কাজটি চলাকালীন ফালাকাটার আকাশপথে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই কাজ চলাকালীন ফালাকাটার আকাশে একটি নির্দিষ্ট উচ্চতার নীচে হেলিকপ্টার, বিমান চলাচল বন্ধ থাকবে। সে জন্য সংশ্লিষ্ট দফতরগুলিতে চিঠিও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement