প্রতীকী ছবি
তৃণমূলের কর্মিসভায় উদ্দাম নাচের অভিযোগ ঘিরে বিতর্ক ছড়াল। শনিবার গোয়ালপোখরের গোয়াগাঁও কারবালা ময়দানে তৃণমূলের এসএসটি ও ওবিসি সেলের কর্মিসভা ছিল। তার উদ্বোধনে মঞ্চে দুই কিশোরীর নাচের অভিযোগ উঠেছে। তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন ওই সভায় উপস্থিত থাকা রাজ্যের শ্রম দফতরের মন্ত্রী গোলাম রব্বানি। ওই নাচের ভিডিয়ো (তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার) প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছেন জেলা তৃণমূল নেতৃত্বও।
দলীয় সূত্রের খবর, শনিবারের ওই সভায় বিভিন্ন দল থেকে তিনশো জন তৃণমূলে যোগ দেন। অভিযোগ, সেখানেই হয় ওই নাচ। সোশ্যাল মিডিয়ায় সেই নাচের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়েছে।
সরব বিরোধী রাজনৈতিক দলের নেতারাও। কংগ্রেস নেতা মহম্মদ মাসুম নাসিম আখতার বলেন, ‘‘রাজ্যের এক দায়িত্বশীল মন্ত্রীর সামনে এমন নাচ দৃষ্টিকটূ। মন্ত্রী সব দেখেও প্রতিবাদ করেননি।’’ গোয়ালপোখরের সিপিএম নেতা নাজির আনোয়ার বলেন, ‘‘সভায় ভিড় জমাতে এমন নাচের আয়োজন করেছিল তৃণমূল।’’ চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজ বলেন, ‘‘এই ঘটনার জন্য মন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত।’’
ফোনে রব্বানি শুধু বলেন, ‘‘বৈঠকে ব্যস্ত রয়েছি।’’ গোয়ালপোখর ব্লক তৃণমূল সভাপতি গোলাম রসুলের দাবি, ‘‘সভায় আদিবাসী নৃত্যে মন্ত্রীকে বরণ করা হয়। মঞ্চে স্থানীয় স্কুলের দুই ছাত্রী নৃত্য পরিবেশন করেন। এতে অপসংস্কৃতি কোথায় ছিল!’’