Udayan Guha: গরু চোর সন্দেহে গণপিটুনিতে বাংলাদেশির মৃত্যুর ঘটনায় বিএসএফ-কে দায়ী করলেন মন্ত্রী উদয়ন

মন্ত্রীর মন্তব্য, ‘‘সীমান্তে অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব বিএসএফের। তাদের নজরদারি সত্ত্বেও কী করে অনুপ্রবেশ হয়! কী ভাবে গরু চুরির ঘটনা ঘটে!’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ২১:১৬
Share:

আবার বিএসএফের দিকে আঙুল উদয়নের। ফাইল চিত্র।

গরু চোর সন্দেহে গণপিটুনি বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় বিএসএফ-কে কাঠগড়ায় তুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এর আগেও বিএসএফ-কে নিয়ে দিনহাটার তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক হয়েছে। আবারও তাঁর দাবি, বিএসএফের মদত ছাড়া গরু পাচার হতে পারে না ৷

Advertisement

বুধবার জলপাইগুড়ির রাজগঞ্জের চাউলহাটি সীমান্ত সংলগ্ন কুকুরজান গ্রামপঞ্চায়েতে বরুয়া পাড়া এলাকায় গরু চোর সন্দেহে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। বুধবার জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অভিযোগ, ‘‘সীমান্তে অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব বিএসএফের। তাদের নজরদারি সত্ত্বেও কী করে অনুপ্রবেশ হয়! কী ভাবে গরু চুরির ঘটনা ঘটে!’’ এর পর উদয়নের সংযোজন, ‘‘গোটা ঘটনার পিছনে বিএসএফের প্রচ্ছন্ন মদত রয়েছে।’’ সেই সঙ্গে গণপিটুনির ঘটনার নিন্দা করেন তিনি।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার তাঁর জামিনের আবেদন করে আইনজীবীরা দাবি করেন, আন্তর্জাতিক গরু পাচারের যে অভিযোগ উঠছে, সেখানে বিএসএফ দায়িত্ব এড়াতে পারে না।

Advertisement

মন্ত্রী হয়ে এই প্রথম জলপাইগুড়িতে এসেছিলেন উদয়ন। তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান জেলাশাসক মৌমিতা গোদারা বসু। এই মুহূর্তে জলপাইগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ১৬টি প্রকল্পের কাজ চলছে।

আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement