হামলা: ভেঙে পড়লেন মৃতের পরিবার। নিজস্ব চিত্র।
দিনেদুপুরে বাড়িতে ঢুকে গুলি চালানোয় এক যুবকের মৃত্যু হয়েছে। গুলিতে জখম আরও দুই স্কুল পড়ুয়া। বুধবার দুপুরে ইসলামপুর থানার আগডিমঠিখুন্তি গ্রামপঞ্চায়েতের বন্দিরামগছের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ ফরিয়াদ (২৪), বাড়ি ওই এলাকাতেই। ইসলামপুর পুলিশ সুপার সচিন মক্কার বলেন, ‘‘এখনও পর্যন্ত দু’জনকে ধরা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।’’
মৃতের পরিবারের দাবি, এ দিন মাংস কিনে মোটরবাইক নিয়ে বাড়ি ফেরার সময় একজনের সঙ্গে ফরিয়াদের গোলমাল হয়। তা মিটে যেতে বাড়ি ফেরেন ফরিয়াদ। তার কিছু পরেই হঠাৎই কয়েক জন তাঁর বাড়িতে হামলা ও লুটপাট চালাতে থাকে বলে অভিযোগ। সেই সময়ই ফরিয়াদকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলির আঘাতে জখম হন ফরিয়াদ। ভয়ে পালাতে গিয়ে গুলি লাগে ফরিয়াদের আত্মীয় দুই স্কুল পড়ুয়ার। জখমদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ফরিয়াদকে মৃত বলে জানান।
ফরিয়াদের স্ত্রী আনিসা খাতুন বলেন, ‘‘স্বামী পুনেতে কাজ করতেন। লকডাউনে বাড়ি ফেরেন। স্বামীর সঙ্গে কোনও দিন কারও গন্ডগোল ছিল না। এ দিন ওই ছোট্ট গন্ডগোলের পরেই আমাদের বাড়িতে এসে ওরা হামলা চালায়।’’ মৃতের মা খইরুলনেসা দাবি করেছেন, ওই ঘটনায় এলাকার এক গ্রাম পঞ্চায়েত সদস্য জড়িত। তাঁর লোকজনই ঘটনাটি ঘটিয়েছে। যদিও তাঁরা কোনও লিখিত অভিযোগ করেননি।
আহত ছাত্রী। নিজস্ব চিত্র।
এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল বলেন, ‘‘দু’টি পরিবারের মধ্যে দীর্ঘ দিন বিবাদ ছিল। তারই পরিণতিতে এই ঘটনা। এর মধ্যে রাজনৈতিক কারণ নেই।’’ ইসলামপুরে অতিরিক্ত পুলিশ সুপার কার্তিকচন্দ্র মণ্ডল বলেন, ‘‘টাকা-পয়সা নিয়ে পুরনো বিবাদের জেরেই ওই ঘটনা বলে জানা গিয়েছে। কোনও অভিযোগ জমা পড়েনি।’’
নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। তার মধ্যেই এই গুলির ঘটনা রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। ইসলামপুর মহকুমাশাসক সপ্তর্ষি নাগ বলেন, ‘‘ওই এলাকায় বাড়তি নজরদারি করা হবে।’’