ফরাক্কা কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে ভাঙন রোখার চিন্তা

গঙ্গা ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্য বিধানসভার সেচ ও জলপথ এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সমীরকুমার জানা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০৬
Share:

গঙ্গা ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্য বিধানসভার সেচ ও জলপথ এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সমীরকুমার জানা। এ দিন কমিটির ৬ সদস্যকে নিয়ে মালদহে প্রশাসনিক বৈঠক করে তিনি জানান, গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ ফরাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের সেচ দফতরের যৌথভাবে করা উচিত। এ জন্য কেন্দ্র ও রাজ্যের মধ্যে আলোচনা করে পরিস্থিতির মোকাবিলা করা উচিত। তিনি বলেন, ‘‘আমরা স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তিন দিন মালদহ ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা ভাঙন পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করে রাজ্য সরকারের কাছে রিপোর্ট দেব। আশা করি, সেই অনুযায়ী পদক্ষেপ হবে।’’ মালদহে গঙ্গা ভাঙনে প্রচুর আবাদি জমি সহ ঘরবাড়ি নদীতে বিলীন হচ্ছে। ভাঙন ক্রমশ বাড়ছে এবং তাতে বহু মানুষ গৃহ ও বাস্তুহীন হয়ে পড়ছেন। পুনর্বাসনের দাবি তুলেছেন তাঁরা।

Advertisement

এ দিন সকাল ১১ টা থেকে দু’দফায় স্ট্যান্ডিং কমিটির সদস্যেরা মালদহ পুরাতন সার্কিট হাউসে জেলার সেচ, কৃষি সেচ ও কৃষি যান্ত্রিক দফতরের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। আজ বুধবার মালদহ জেলার কালিয়াচক এলাকায় গঙ্গা ভাঙন পরিস্থিতি দেখার পর তাঁদের মুর্শিদাবাদ যাওয়ার কথা। এ দিন কমিটির চেয়ারম্যান জানান, আজ, বুধবার মুর্শিদাবাদে ভাঙন পরিস্থিতি নিয়ে বৈঠক হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement