পাহাড়ে বিনিয়োগ টানতে বৈঠক

এ দিন জিটিএর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাংয়ের সঙ্গেও বৈঠক করেন চেম্বারের একটি প্রতিনিধি দল। পাহড়ে জিটিএর সঙ্গে যৌথ উদ্যোগে একটি নার্সিং ট্রেনিং স্কুল, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি হোটেল ম্যানেজমেন্ট কলেজ তৈরির প্রকল্পে বিনিয়োগ নিয়ে কথা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১৬
Share:

পাহাড়ে বিনিয়োগ টানতে উদ্যোগী হল বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই)। বুধবার দার্জিলিংয়ের একটি হোটেলে ওই সংগঠনের কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়। সেখানে আমন্ত্রিত হিসাবে পাহাড়ের একাধিক বিনিয়োগকারি উপস্থিত ছিলেন। বৈঠকে ছিলেন জিটিএর প্রধান সচিব সৈয়দ আনজুম বাবা। পাহাড়ে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন বিএনসিসিআইয়ের কর্তারা।

Advertisement

এ দিন জিটিএর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাংয়ের সঙ্গেও বৈঠক করেন চেম্বারের একটি প্রতিনিধি দল। পাহড়ে জিটিএর সঙ্গে যৌথ উদ্যোগে একটি নার্সিং ট্রেনিং স্কুল, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি হোটেল ম্যানেজমেন্ট কলেজ তৈরির প্রকল্পে বিনিয়োগ নিয়ে কথা হয়েছে। ওই প্রকল্পগুলোয় চেম্বারের প্রতিনিধিদের সবুজ সঙ্কেত মিলেছে বলেই জানিয়েছেন জিটিএ-র প্রধান সচিব।

বিএনসিসিআইয়ের সভাপতি সত্যম রায় চৌধুরী বলেন, ‘‘শিল্প স্থাপনে পাহাড়ের সমস্যা নিয়েও আমরা আলোচনা করেছি। বিনিয়োগকারিরা তাঁদের সমস্যার কথা আমাদের জানালে সেগুলো সমাধানের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’’

Advertisement

বিএনসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, আগামী মে মাসে ফের শিল্পপতিদের নিয়ে পাহাড়ে বৈঠক করবেন তাঁরা। চেম্বার ও জিটিএ যৌথভাবে চা ও হোটেল ব্যবসায় বিনিয়োগের মডেল পরিকল্পনা তৈরিতে কাজ করবেন বলেও জানিয়েছেন ওই কর্তা।

বিনয় তামাং বলেন, ‘‘বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। যারা বিনিয়োগ করতে আগ্রহী তাঁদের সবদিক থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছি আমরা। কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ হতে পারে সেগুলোও আমরা তুলে ধরেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement