Cooking Tips

নুন বিনা রান্না মুখে তোলা দায়, কিন্তু বেশি পড়ে গেলে কী ভাবে দেবেন সামাল?

নুন পোড়া খাবার কার-ই বা ভাললাগে। কখনও এমন পরিস্থিতি তৈরি হলে, কী ভাবে সামাল দেবেন? কৌশলগুলি জেনে রাখুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৭:০২
Share:

নুন দিন বুঝেশুনে। ছবি: সংগৃহীত।

সুয়োরানির গুড় দেওয়া মিষ্টি রান্নার চেয়ে, দুয়োরানির নুন দেওয়া সাধারণ খাবারই যে রাজার মনে ধরেছিল, রূপকথার সেই গল্প তো ভোলার নয়। রান্নায় নুনের ভূমিকা কতখানি, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে নুন দেওয়ার হাত সকলের সমান নয়। পরিমিত পরিমাণে দিলে রান্নার স্বাদ বেড়ে যায়। তেমনই কোনও কারণে হাত ফসকে বেশি পড়ে গেলেই মুশকিল। নুন পো়ড়া খাবার কার-ই বা ভাললাগে। কখনও এমন পরিস্থিতি তৈরি হলে, কী ভাবে সামাল দেবেন? কৌশলগুলি জেনে রাখুন।

Advertisement

১) বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে ও শরীর চাঙ্গা করতে গ্রিন টি নিয়ম করে খেতে পারেন। এই চায়ে রয়েছে একাধিক খনিজ পদার্থ, অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ত্বক টানটান রাখে। এই চা বিপাকহার বৃদ্ধি করতেও সাহায্য করে। ওজন কমাতেও এই চা বেশ উপকারী।

২) ঝোলের নোনতা ভাব কাটাতে ফ্রেশ ক্রিমের ব্যবহারও করতে পারেন। এতে স্বাদও বাড়বে এবং নোনা ভাবও সহজেই কেটে যাবে। বাড়িতে ক্রিম না থাকলে টক দইও দিতে পারেন। এতেও কাজ হবে।

Advertisement

৩ ) সমস্যা বেশি হয় শুকনো কোনও সব্জিতে নুন বেশি পড়ে গেলে। এ ক্ষেত্রে নোনতা ভাব কাটাতে হবে রান্নায় টক ভাব বাড়িয়ে। শুকনো রান্নায় আমচুর গুঁড়ো, চাট মশলা, টম্যাটো, লেবুর রস এই সব দিয়ে নোনতা ভাব কমানো যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement