মৌসম বেনজির নুর। ফাইল চিত্র।
মৌসম নুর দল ছাড়ায় প্রভাব পড়েছে মালদহের কংগ্রেসে। প্রকাশ্যে না মানলেও জেলা কংগ্রেসের অনেক নেতৃত্বই আড়ালে-আবডালে তা মানছেন। একের পর এক ব্লক ও অঞ্চল স্তরের নেতা-কর্মীকে তৃণমূলে টানতে শুরু করেছেন মৌসম। এখনও পর্যন্ত জেলার হরিশ্চন্দ্রপুর থেকেই কংগ্রেসে ভাঙন হচ্ছে বেশি। একাধিক ব্লক নেতৃত্ব ও পঞ্চায়েত প্রতিনিধি মৌসমের হাত ধরে ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন। আর, জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেয়ে নিজের খাসতালুক সেই হরিশ্চন্দ্রপুর থেকেই দল গোছানোর কাজ শুরু করলেন মোস্তাক আলম।
বৃহস্পতিবার সাত সকালেই হরিশ্চন্দ্রপুরের দলীয় কার্যালয়ে ব্লকের নেতা-কর্মীদের নিয়ে জরুরি বৈঠক করেন তিনি। শুধু তাই নয়, সেই বৈঠক শেষ করে তিনি চলে যান বামনগোলা ও হবিবপুর ব্লকে। সেখানেও দলের ভাঙন রুখতে ও সংগঠনকে চাঙা করতে স্থানীয় ব্লক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন।
নিত্যানন্দপুরে তৃণমূলের প্রথম সভা ছিল মৌসমের। সভামঞ্চেই তৃণমূলে যোগ দেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা জেলা পরিষদের ৯ নম্বর আসনের দলীয় প্রার্থী রবিউল ইসলাম।