লরেন্স বিশ্নোইয়ের ‘ঘনিষ্ঠ’, বাবা সিদ্দিকি খুনে আরও এক সন্দেহভাজনকে পঞ্জাব থেকে গ্রেফতার পুলিশের

বাবা সিদ্দিকি হত্যায় অন্য ধৃতদের জেরা করে উঠে এসেছিল আকাশের নাম। এর পরেই আকাশের খোঁজে পঞ্জাবের উদ্দেশে রওনা দেয় মুম্বই পুলিশের একটি দল। শেষমেশ শনিবার ফাজিলকার আবাসন থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৯:৩৭
Share:

নিহত নেতা বাবা সিদ্দিকি। — ফাইল চিত্র।

মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় পঞ্জাব থেকে আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার পঞ্জাব পুলিশের অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্স এবং মহারাষ্ট্র পুলিশের যৌথ দল ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে। সিদ্দিকিকে খুনের ঘটনায় কী ভাবে জড়িত ছিলেন ওই যুবক, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম আকাশ গিল। তিনি পঞ্জাবের ফাজিলকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অভিযুক্ত যুবক মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের ‘ঘনিষ্ঠ’ ছিলেন। সিদ্দিকি খুনের পরিকল্পনার পাশাপাশি ভাড়াটে বন্দুকবাজদের সহায়তাও করেছিলেন তিনি। তদন্তকারীরা জানাচ্ছেন, ধৃতকে মুম্বই নিয়ে যাওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, বাবা সিদ্দিকি হত্যায় অন্য ধৃতদের জেরা করে উঠে এসেছিল আকাশের নাম। এর পরেই আকাশের খোঁজে পঞ্জাবের উদ্দেশে রওনা দেয় মুম্বই পুলিশের একটি দল। শেষমেশ শনিবার ফাজিলকার আবাসন থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সিদ্দিকি খুনের ঘটনায় কী ভূমিকা ছিল তাঁর, কিংবা লরেন্স বিশ্নোইয়ের সঙ্গে তাঁর কী রকম সম্পর্ক ছিল, সে সব জানতে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

Advertisement

গত ১২ অক্টোবর মুম্বইয়ের বান্দ্রায় পুত্র জিশানের দফতরের সামনে আততায়ীদের গুলিতে খুন হন মহারাষ্ট্রের প্রাক্তন নেতা। খুনের পরিকল্পনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়াও, গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত শিবকুমার গৌতম-সহ অন্য দুই বন্দুকবাজ। এ বার সেই ঘটনাতেই ২৪তম অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement