টিকা নিতে সকাল পাঁচটা থেকে লাইন দিয়েছিলেন অনেকে। বেলা বাড়ার সঙ্গে বাড়ছিল ভিড়ও। কিছু ক্ষণ পর টিকাকেন্দ্রের গেট খুলতেই জলের স্রোতের মতো ধেয়ে এল ভিড়। অনেকেই পড়ি কি মরি দৌড়লেন আগে টিকা নেওয়ার জন্য। আর তার জেরেই ঘটল দুর্ঘটনা। ধাক্কায় পড়ে গিয়ে জখম হয়েছেন ২৫ জন। মঙ্গলবার ধূপগুড়ির দুরামারি চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে।
সকাল থেকেই টিকা নিতে থিকথিকে ভিড় জমেছিল ওই স্কুলে। গেট খুলতেই জলের স্রোতের মতো আছড়ে পড়ে ভিড়। কে টিকা আগে পাবেন সে জন্য শুরু হয় ‘প্রতিযোগিতা’। হুড়োহুড়ির কারণে পড়ে গিয়ে জখম হন ২৯ জন। ঘটনাস্থলে ছিলেন পুলিশকর্মীরাও। কিন্তু প্রবল ভিড় সামলাতে পারেননি তাঁরাও। বরং ভিড়ের চাপে পড়ে গিয়ে জখম হন এক পুলিশকর্মী।
জখমদের মধ্যে চার জন ভর্তি জলপাইগুড়ি জেলা হাসপাতালে। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আরও চার জন ভর্তি। বাকিদের অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।