CPM

মালবাজারে উলটপুরাণ! বিজেপি ছেড়ে সিপিএমে ফিরল ৪০টি পরিবার

ব্লক সিপিএম সূত্রে খবর, মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের ২০/১৩৮ পার্টের ৪০টি পরিবার বিজেপি ছেড়ে তাদের দলে যোগদান করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ ২০:০৫
Share:

—নিজস্ব চিত্র।

এ যেন উলটপুরাণ! রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি ছেড়ে শাসকদল তৃণমূলে যোগদানের হিড়িক পড়লেও উল্টো ছবি দেখা গেল জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবার ওই জেলায় মালবাজারের মাল ব্লকে ৪০টি পরিবার বিজেপি ছেড়ে ফিরে এল সিপিএমে। এমন দাবি করেছেন সিপিএমের জেলা নেতৃত্ব। দলত্যাগীদের দাবি, শাসকদলের সঙ্গে বিজেপি-র বিশেষ ফারাক নেই। তাই তাঁদের পুরনো দলেই যোগ দিলেন।

Advertisement

ব্লক সিপিএম সূত্রে খবর, মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের ২০/১৩৮ পার্টের ৪০টি পরিবার বিজেপি ছেড়ে তাদের দলে যোগদান করেছেন। মঙ্গলবার দুপুরে শহরের সিপিএম পার্টি অফিসে ৪০টি পরিবারের সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন এরিয়া কমিটির সম্পাদক পার্থ দাস, কমিটির সদস্য রাজা দত্ত-সহ দলের অন্যান্য নেতা।

যোগদানকারীদের পক্ষে সাহেবুর রহমান বলেন, ‘‘আমরা এককালে সিপিএম করতাম। তবে ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে আমাদের উপর চরম অত্যাচার চলে। বহু লোক ঘরছাড়া হন। অনেকের নামে মামলাও চালানো হয়েছিল। সে সময় তৃণমূলকে মোকাবিলা করতে বিজেপি-তে যোগ দেই। পরে বুঝতে পারি বিজেপি-র সঙ্গে তৃণমূলের বিশেষ পার্থক্য নেই। তাই সিপিএমে ফিরে এলাম।’’ সিপিএমের এরিয়া কমিটির সম্পাদকের দাবি, ‘‘মানুষজন বুঝতে পারছেন যে বিজেপি বা তৃণমূল তাঁদের সমস্যা মেটাতে পারবে না। তাই তাঁরা সিপিএমে ফিরছেন।’’ সেই সঙ্গে, কমিটির সদস্য রাজার দাবি, ‘‘তেশিমলা এলাকার তৃণমূলের বহু কর্মী ভবিষ্যতে আমাদের দলে যোগ দেবেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement