...
পোশাক বদলানোর সময় মোবাইল ফোনের ক্যামেরায় নার্সদের আপত্তিকর ছবি তোলার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে। ওই ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালে কর্তব্যরত নার্সেরা। সোমবার নিরাপত্তা এবং ওয়ার্ডে তাঁদের পোশাক বদলানোর ঘরের সংস্কারের দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারস্থ হন তাঁরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে নার্সদের পোশাক বদলানোর ঘর রয়েছে। রবিবার রাতে সাড়ে ১০টা নাগাদ হাসপাতালের মাতৃমা বিভাগে পোশাক বদলাচ্ছিলেন এক নার্স। অভিযোগ, সেই সময় জানলা দিয়ে এক যুবক মোবাইলে তাঁর ছবি তোলার চেষ্টা করেন। তা দেখে ওই নার্স চিৎকার শুরু করেন। হাসপাতালের নিরাপত্তারক্ষীরা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আকাশ সরকার। তিনি ইংরেজবাজার শহরের বালুচর এলাকার বাসিন্দা। ঘটনায় উদ্বিগ্ন হাসপাতালের নার্সেরা। সোমবার দুপুরে হাসপাতালের সুপার অমিতকুমার দাঁ-এর কাছে গিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। একই সঙ্গে পোশাক বদলানোর ঘরগুলির পরিকাঠামো উন্নয়নের দাবিও জানানো হয়। নার্সদের বক্তব্য, হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ণ হয়েছে। তবে তাঁদের পোশাক বদলানোর ঘরগুলির সংস্কার করা হয়নি। জানলা-দরজা ভাঙা। সেই সুযোগেই বাইরে থেকে মোবাইল ফোনে ওই যুবক ছবি তোলার চেষ্টা করেন। হাসপাতাল সুপার বলেন, ‘‘ দ্রুত নার্সদের পোশাক বদলানোর ঘরগুলির সংস্কার করা হবে। পুলিশেও অভিযোগ জানানো হয়েছে।’’ অমিত বলেন, ‘‘হাসপাতালে প্রচুর রোগী আসেন। রোগীর সঙ্গে তাঁদের আত্মীয়েরাও থাকেন। আত্মীয়দের থাকার জন্য পৃথক ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি তার পরে বহিরাগতদের প্রবেশ আরও আটকানো যাবে।’’