উত্তরের মমতাও জিতলেন

নামের মাহাত্ম্য শেষ পর্যন্ত বজায় রাখলেন রায়গঞ্জের মমতা। দলনেত্রীর নামের সঙ্গে মিল থাকায় রায়গঞ্জের ভোটযুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উৎসাহ ছিলই। মঙ্গলবার ৯ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী ঘোষণা হওয়ার পরেই সেই উৎসাহ উচ্ছ্বাসে পরিণত হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ০২:১৭
Share:

জয়ী: মমতা বন্দ্যোপাধ্যায়।

নামের মাহাত্ম্য শেষ পর্যন্ত বজায় রাখলেন রায়গঞ্জের মমতা। দলনেত্রীর নামের সঙ্গে মিল থাকায় রায়গঞ্জের ভোটযুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উৎসাহ ছিলই। মঙ্গলবার ৯ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী ঘোষণা হওয়ার পরেই সেই উৎসাহ উচ্ছ্বাসে পরিণত হয়।

Advertisement

সিপিএম প্রার্থী শ্বেতা সেনগুপ্তকে ৪১৫ ভোটে পরাজিত করেছেন। মমতার স্বামী বরুণ বন্দ্যোপাধ্যায় ৮ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী হিসেবে পুননির্বাচিত হয়েছেন। বরুণ সিপিএম প্রার্থী নির্মলচন্দ্র রায়কে ৬৮০ ভোটে পরাজিত করেছেন। এ দিন ফলাফল ঘোষণা হওয়ার পর মমতা ও বরুণকে নিয়ে মিছিল করেন দুই ওয়ার্ডের তৃণমূলের কর্মীরা। স্বামী-স্ত্রী দুই কাউন্সিলরকেই তাঁরা সবুজ আবির মাখিয়ে দেন তাঁরা।

ভোটের আগে রায়গঞ্জের রমেন্দ্রপল্লি এলাকার বাসিন্দা মমতার নাম শুনে কলকাতা থেকে প্রচারে আসা তৃণমূলের রাজ্য নেতা ও মন্ত্রীদের অনেকেই অবাক হয়েছেন। এ দিন মমতা বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নামের সঙ্গে মিল থাকায় প্রচারে ভাল সাড়া পেয়েছিলাম। এলাকার সার্বিক উন্নয়ন করে মুখ্যমন্ত্রীর নাম আরও উজ্বল করাই এখন আমার
প্রধান কর্তব্য।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement