জয়ী: মমতা বন্দ্যোপাধ্যায়।
নামের মাহাত্ম্য শেষ পর্যন্ত বজায় রাখলেন রায়গঞ্জের মমতা। দলনেত্রীর নামের সঙ্গে মিল থাকায় রায়গঞ্জের ভোটযুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উৎসাহ ছিলই। মঙ্গলবার ৯ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী ঘোষণা হওয়ার পরেই সেই উৎসাহ উচ্ছ্বাসে পরিণত হয়।
সিপিএম প্রার্থী শ্বেতা সেনগুপ্তকে ৪১৫ ভোটে পরাজিত করেছেন। মমতার স্বামী বরুণ বন্দ্যোপাধ্যায় ৮ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী হিসেবে পুননির্বাচিত হয়েছেন। বরুণ সিপিএম প্রার্থী নির্মলচন্দ্র রায়কে ৬৮০ ভোটে পরাজিত করেছেন। এ দিন ফলাফল ঘোষণা হওয়ার পর মমতা ও বরুণকে নিয়ে মিছিল করেন দুই ওয়ার্ডের তৃণমূলের কর্মীরা। স্বামী-স্ত্রী দুই কাউন্সিলরকেই তাঁরা সবুজ আবির মাখিয়ে দেন তাঁরা।
ভোটের আগে রায়গঞ্জের রমেন্দ্রপল্লি এলাকার বাসিন্দা মমতার নাম শুনে কলকাতা থেকে প্রচারে আসা তৃণমূলের রাজ্য নেতা ও মন্ত্রীদের অনেকেই অবাক হয়েছেন। এ দিন মমতা বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নামের সঙ্গে মিল থাকায় প্রচারে ভাল সাড়া পেয়েছিলাম। এলাকার সার্বিক উন্নয়ন করে মুখ্যমন্ত্রীর নাম আরও উজ্বল করাই এখন আমার
প্রধান কর্তব্য।’’