Mamata Banerjee

জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী, প্রস্তুতি বৈঠকে গৌতম

আগামী ১৫ ডিসেম্বর তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  কর্মী সন্মেলন হবে জলপাইগুড়িতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ২৩:৪৮
Share:

—ফাইল চিত্র।

জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর সফরের আগে জেলার পুলিশ ও প্রশাসনিক কর্তাদের নিয়ে জরুরি বৈঠক করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।
আগামী ১৫ ডিসেম্বর তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সন্মেলন হবে জলপাইগুড়িতে। তারই প্রস্তুতি ব্যবস্থায় শনিবারের ওই বৈঠক। জলপাইগুড়ির সার্কিট হাউসে বৈঠক হয়। প্রশাসনিক বৈঠকের পর মন্ত্রী, প্রশাসনিক আধিকারিক, পুলিশ কর্তারা শহরের এবিপিসি ময়দানে যান। পরিদর্শন করেন মুখ্যমন্ত্রীর সভাস্থল। ওই মাঠেই আগামী ১৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সম্মেলন হবে।
অন্য দিকে, ফের প্রশান্ত কিশোর (পিকে)-কে নিয়ে মুখ খুললেন ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী। শনিবার জলপাইগুড়ি তৃণমূলের কোর কমিটির বৈঠকের পর সার্কিট হাউসে পর্যটন মন্ত্রী গৌতম দেবের সঙ্গে দেখা করতে যান তিনি। সেখানে তিনি অভিযোগ করেন, পিকে-র টিম কোনও আলাপ, আলোচনা, পরামর্শ না করেই নিজের মতো করে কর্মসূচি ঠিক করছে। সম্প্রতি কলকাতায় এই নিয়ে ক্ষোভ উগরে দেন ময়নাগুড়ির বিধায়ক। তার পরেই পিকের টিম তাঁর সঙ্গে কথা বলেছে। তবে, পিকের টিমকে তিনি যে কোনও গুরুত্ব দিচ্ছেন না, সে কথাও স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন অনন্তদেব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement