প্রতীকী ছবি।
স্কুলের পড়াশোনা শেষ করে ইচ্ছে থাকলেও উচ্চস্তরে কলেজের শিক্ষা পাচ্ছেন না জেলার হিন্দিভাষী ছাত্রছাত্রীরা! তাঁদের জন্য মালদহ জেলায় একটি হিন্দিভাষী কলেজের দাবি জানালেন জেলার একমাত্র হিন্দিভাষী স্কুলের শিক্ষক।
মালদহের ইংরেজ বাজারেই রয়েছে হিন্দিভাষী ছাত্রছাত্রীদের ওই স্কুলটি। নাম— জে এম এস হিন্দি হাই স্কুল। স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার রাম জানিয়েছেন, জেলার এক মাত্র হিন্দিভাষী স্কুল হওয়ায় মালদহের অধিকাংশ হিন্দিভাষী ছাত্র ছাত্রী এই স্কুলেই পড়াশোনা করেন। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করার পর পড়ুয়াদের অনেকেই কলেজে ভর্তি হতে পারেন না। উচ্চশিক্ষার ইচ্ছে থাকলেও সেই সুযোগ হয় না। কারণ জেলায় কোনও হিন্দিভাষী কলেজ নেই। আর হিন্দি মাতৃভাষা হওয়ায় বাংলা মাধ্যমে পড়াশোনা করতে অসুবিধা হয় ছাত্র-ছাত্রীদের।
আনন্দের দাবি, যাঁদের সামর্থ্য আছে তাঁরা রাজ্যের বাইরে যান পড়াশোনা করতে। কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীরই সেই ক্ষমতা না থাকায় মাঝপথে পড়াশোনায় ইতি টানতে হয়। উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়িতেই একটি হিন্দি কলেজ রয়েছে বলে জানিয়েছেন আনন্দ। কিছু পড়ুয়া সেখানেও যান। কিন্তু কলেজের আসনের তুলনায় চাহিদা বেশি হওয়ায় সেখানেও সুযোগ হয় না অনেক সময়।
স্কুলের এক ছাত্র কৃষাণ কুমার ঠাকুর এ প্রসঙ্গে বলেন, অনেকেই অন্য রাজ্যে গিয়ে ভর্তি হচ্ছে । সামর্থ্য নেই বলে আমার হিন্দি নিয়ে পড়ার ইচ্ছে থাকলেও কলেজে কমার্স নিয়ে ভর্তি হতে হচ্ছে। বাবা রান্নার কাজ করেন। অন্য রাজ্যে পড়াশোনা করতে প্রচুর টাকার দরকার। সেই টাকা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব নয়। জেলাতেএকটি হিন্দি কলেজ হলে ভাল হতো।’’
ছাত্রদের সমস্যার কথা জানিয়ে সরকারের কাছে হিন্দিভাষী স্কুলের প্রধান শিক্ষকের আর্জি, ‘‘আমাদের দাবি, মালদহ জেলায় হিন্দিভাষী ছাত্র-ছাত্রীদের জন্য হিন্দি বিষয়ে একটি কলেজ করা হোক।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।