দীনেশ ত্রিবেদী ও সুগত বসুর পরে নারদ কাণ্ডে এবার দলের অস্বস্তি বাড়ালেন মালদহের সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু নাসের খান চৌধুরী (লেবু)। নারদ স্টিং কাণ্ড নিয়ে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সোমবার বিকেলে কোতুয়ালিতে নিজের বাসভবনে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লেবুবাবু বলেন, ‘‘ যে সমস্ত এজেন্সি এই বিষয়গুলি নিয়ে তদন্ত করে, তাদের দিয়ে তদন্ত করানো দরকার। প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হোক। তবে তদন্তের আগেই কাউকে দোষীর ছাপ দেওয়া ঠিক হবে না।’’ তাঁর অভিযোগ, ‘‘এখন কেরানি থেকে মন্ত্রী সকলেই টাকা নিচ্ছে। যার জন্য রাজনীতিতে দুর্নীতি ঢুকে পড়েছে।
আবু নাসের খান চৌধুরীর এই মন্তব্যের জেরেই তৃণমূলের মধ্যে অস্বস্তি বেড়েছে। মালদহের বিরোধী দলগুলিও লেবুবাবুর এই মন্তব্যকে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করে দিয়েছে। জেলার প্রথম সারির নেতারা দলের অন্দরে লেবুবাবুর সমালোচনা করেছেন। এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘‘লেবুবাবু কোথায় কী বলেছেন তা আমার জানা নেই। তাই না জেনে আমি কোনও মন্তব্য করব না।’’
গত শনিবার কালিয়াচকের মোজমপুরে মিছিল করেন সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু নাসের খান চৌধুরী (লেবু)। সেই মিছিলে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে। তিনি অনুমতি না নিয়েই মিছিল করেছিলেন বলে অভিযোগ করেছিল বিরোধীরা।
এ বার নারদ কাণ্ডে তদন্ত চেয়ে ফের দলকে আরও ‘ব্যাকফুট’-এ ঠেললেন সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু নাসের খান চৌধুরী। সম্প্রতি নারদ কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে। আর সেই বিষয়কে প্রচারের অন্যতম হাতিয়ার করেছে বিরোধী দলগুলি। বিরোধীরা নারদ কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই তদন্তের দাবি তুলেছিলেন। বিরোধীদের সেই দাবিকে তৃণমূল আমল না দেওয়ায় বিরোধীরা আরও সুর চড়িয়েছে।
ঘটনাচক্রে, এ দিন লেবুবাবু এটাও বলেছেন, ‘‘রাজনীতিতে দুর্নীতি ঢুকে পড়েছে। যার জন্য রাজনীতি ছেড়ে দিতে ইচ্ছে করে। তবে সাধারণ মানুষের কথা ভেবে এখনও রাজনীতিতে আছি।’’
লেবুবাবুর এই মন্তব্যকেই হাতিয়ার করতে শুরু করেছে বিরোধীরা। এই বিষয়ে জেলা কংগ্রেসের সভানেত্রী তথা সাংসদ মৌসম নূর বলেন, ‘‘নারদ কাণ্ড নিয়ে আমরা প্রথম থেকেই তদন্তের দাবি জানিয়ে আসছি। তবে তৃণমূল দল ভয়ে সেই তদন্ত করাতে চাইছে না। এখন তাঁদের দলের নেতারাই তদন্তের দাবি তুলেছেন।’’
সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, ‘‘আস্তে আস্তে তৃণমূলের অনেকেই নারদ কাণ্ড নিয়ে তদন্তের দাবি জানাচ্ছেন। শুনেছি লেবুবাবুও তদন্তের দাবি তুলেছেন। আমরা লেবুবাবুকে আহ্বান জানাচ্ছি তিনি প্রকাশ্যে নারদ কাণ্ড নিয়ে তদন্তের দাবি করুন।’’
লেবুবাবুর এই মন্তব্য নিয়ে রাজ্যের বিদায়ী মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র ও তৃণমূলের কার্যকরী সভাপতি দুলাল সরকাররা কোনও মন্তব্য করতে চাননি। তাঁরা বলেন, ‘‘বিষয়টি আমাদের জানা নেই। তাই কোনও মন্তব্য করব না।’’
পরে অবশ্য চেষ্টা করেও আর লেবুবাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি।