arrest

ভুয়ো নিয়োগপত্র নিয়ে মালদহের হাসপাতালে যুবক, সন্দেহ হতেই কড়া পদক্ষেপ করল কর্তৃপক্ষের

সোমবার দুই যুবক মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, তাঁরা দাবি করেন তাঁদের হাসপাতালের গ্রুপ সি কর্মী হিসাবে নিয়োগপত্র দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৩ ১৮:৫০
Share:

ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে গিয়ে গ্রেফতার। প্রতীকী চিত্র।

স্বাস্থ্য দফতরের ভুয়ো নিয়োগপত্র নিয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গ্রুপ সি পদে যোগ দিতে গিয়েছিলেন যুবক। তাঁকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার দুই যুবক মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, তাঁরা দাবি করেন তাঁদের হাসপাতালের গ্রুপ সি কর্মী হিসাবে নিয়োগপত্র দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। তাঁরা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল পুরঞ্জয় সাহার সঙ্গে দেখা করে নিয়োগ সংক্রান্ত নথিও জমা দেন। কিন্তু বিষয়টি নিয়ে খটকা লাগে পুরঞ্জয়ের। সেই সময় মালদহ জেলার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব নিজের স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন মেডিক্যাল কলেজে। বিষয়টি তাঁকে জানান পুরঞ্জয়। এর পর শুরু হয় তদন্ত।

মঙ্গলবার ইংরেজবাজার থানার পুলিশ প্রকাশ সাহা (৩৭) নামে এক জনকে গ্রেফতার করে। তাঁর বাড়ি মালদহের হবিবপুর থানার বুলবুলচণ্ডী এলাকার ডাঙাপাড়ায়। জেলার পুলিশ সুপার বলেন, ‘‘প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে একটি চক্র টাকার বিনিময়ে এই কাজ করছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিন জনের নাম পেয়েছি। তাঁদের জেরা করা হচ্ছে। এক জনকে গ্রেফতার করা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement