গয়না উদ্ধার করে মালিকের হাতে তুলে দিচ্ছে মালবাজার থানার পুলিশ। —নিজস্ব চিত্র।
মেয়ের অস্ত্রোপচারের জন্য বাড়ি ফাঁকা রেখেই শিলিগুড়ি গিয়েছিলেন দম্পতি। ফিরে এসে দেখেন ২০ লাখেরও বেশি টাকার সোনার গয়না চুরি হয়ে গিয়েছে। প্রায় আড়াই মাস পরে সেই গয়নাই উদ্ধার করে তার মালিকের হাতে তুলে দিল মালবাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস আড়াই আগে শিলিগুড়িতে মেয়ের গলব্লাডারের অস্ত্রোপচার করাতে গিয়েছিলেন মালবাজারের বাসিন্দা গায়েত্রী পাল এবং তাঁর স্বামী। সেই সময় বাড়ি ফাঁকাই পড়ে ছিল। সুযোগে পেয়ে বাড়িতে থাকা ২০ লক্ষ টাকার সোনার গয়না চুরি করে চম্পট দেয় চোরেরা। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ। আড়াই মাসের মধ্যে সেই স্বর্ণালঙ্কার উদ্ধার করে শনিবার গায়েত্রীদেবীর হাতে তুলে দিলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংডেন ভুটিয়া, মালবাজারের এসডিপিও রবিন থাপা এবং থানার আইসি সুজিত লামা।
গায়ত্রীদেবী পেশায় ব্যবসায়ী। তাঁর বাড়ি থেকে গত ৯ ফেব্রুয়ারি প্রায় ৭৫০ গ্রাম সোনার গয়না চুরি করে পালানোর অভিযোগ দায়ের হয় তাঁরই ব্যবসায়িক সহযোগী কৌশিক জানার বিরুদ্ধে। যে দিন চুরি হয়, সেই দিন গায়ত্রীদেবী শিলিগুড়ি ছিলেন। বাড়ি ফিরে ঘটনার কথা জানতে পারেন। পরের দিন তিনি থানায় অভিযোগ করেন।
অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে কৌশিকের দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাড়ি-সহ সর্বত্র তল্লাশি করে পুলিশ। শেষে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয় কৌশিককে। তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া গয়না। শনিবার বিকেলে সেই গয়নাই ফেরত পেলেন গায়ত্রীদেবী।