স্কুল ভিত্তিক ফল

মাধ্যমিক পরীক্ষায় কোন জেলা কেমন ফলাফল করল এক নজরে দেখে নেওয়া যাক মালদহ, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও শিলিগুড়ির স্কুলভিত্তিক ফলাফল।

Advertisement
শেষ আপডেট: ২৯ মে ২০১৭ ০২:৪০
Share:

মালদহ

Advertisement

•আইহো হাই স্কুল

পরীক্ষার্থী: ১৬১ জন, উত্তীর্ণ: সবাই, সর্বোচ্চ: নিশীথ মৃধা (৬৫৪)

Advertisement

•উমেশচন্দ্র বাস্তুহারা হাই স্কুল

পরীক্ষার্থী: ১৭০, উত্তীর্ণ: সবাই, সর্বোচ্চ: অম্লান মণ্ডল (৬৫০)

•রামকিঙ্কর বালিকা বিদ্যালয়

পরীক্ষার্থী: ১২২ জন, উত্তীর্ণ: ৯৯ জন, সর্বোচ্চ: নুর বেগম খাতুন (৬৪১)

•আলাল হাই স্কুল

পরীক্ষার্থী ২১৪ জন, উত্তীর্ণ: ১৫৯ জন, সর্বোচ্চ: অমিত সাহা (৫৪৭)

কোচবিহার

•বিবেকানন্দ হাইস্কুল

পরীক্ষার্থী: ১৩৮ জন, উত্তীর্ণ: ১৩৭ জন, সর্বোচ্চ: দীপশেখর দেব (৬৪০)

• কোচবিহার সদর গভর্নমেন্ট হাইস্কুল

পরীক্ষার্থী: ৬৪, উত্তীর্ণ: ৬১ জন, সর্বোচ্চ: প্রাংশু গুহ (৬৩৮)

• নিউটাউন গার্লস হাইস্কুল

পরীক্ষার্থী: ১৮২ জন, উত্তীর্ণ: সবাই, সর্বোচ্চ: শতাব্দী গুহনিয়োগী (৬৮৪)

আলিপুরদুয়ার

• আলিপুরদুয়ার র্গালস হাইস্কুল

পরীক্ষার্থী: ১৬৫ জন, উত্তীর্ণ: ১৩৮ জন, সর্বোচ্চ: জয়শ্রী রায় (৬৬১)

• নিউটাউন র্গালস হাইস্কুল

পরীক্ষার্থী: ২১৩, উত্তীর্ণ: ২১১ জন, সর্বোচ্চ: অনিন্দিতা চন্দ (৬৬২)

দক্ষিণ দিনাজপুর

• পতিরাম বিবেকানন্দ গার্লস হাইস্কুল

পরীক্ষার্থী: ১৭৮ জন, উত্তীর্ণ: ১৬২ জন, সর্বোচ্চ: অনন্যা মণ্ডল (৬৮২)

• বালুরঘাট গার্লস হাইস্কুল

পরীক্ষার্থী: ২১৪ জন, উত্তীর্ণ: সবাই, সর্বোচ্চ: ঐশিতা সরকার (৬৮১)

উত্তর দিনাজপুর

• রায়গঞ্জ গার্লস হাইস্কুল

পরীক্ষার্থী: ২৩২, উত্তীর্ণ: সবাই, সর্বোচ্চ: সোহিনী ভট্টাচার্য (৬৬৪)

• মোহনবাটী হাইস্কুল

পরীক্ষার্থী: ৭৪, উত্তীর্ণ: ৭০ জন, সর্বোচ্চ: মণিশঙ্কর দাস (৬৫৩)

জলপাইগুড়ি

• আনন্দ মডেল হাই স্কুল

পরীক্ষার্থী: ৬৬ জন, উত্তীর্ণ: ৩৮ জন, সর্বোচ্চ: অপূর্ব রায় (৬৪৬)

• অরবিন্দ মাধ্যমিক হাই স্কুল

পরীক্ষার্থী: ২৪৩ জন, উত্তীর্ণ: ১০৪ জন, সর্বোচ্চ: মৌসুমী রজক (৫৫৩)

• আনন্দ বিদ্যাপীঠ

পরীক্ষার্থী: ৬৪ জন, উত্তীর্ণ: ৩২ জন, সর্বোচ্চ: অভিষেক মুন্ডা (৩২২)

• ময়নাগুড়ি সুভাষনগর উচ্চ বিদ্যালয়

পরীক্ষার্থী: ২১৭ জন, উত্তীর্ণ: ২১৩ জন, সর্বোচ্চ: শীলা সরকার (৫২৩)

• হলদিবাড়ি হাইস্কুল

পরীক্ষার্থী: ১৬০ জন, উত্তীর্ণ: ১৪৮ জন, সর্বোচ্চ: সায়ন সরকার (৬৭২)

শিলিগুড়ি

• নকশালবাড়ি নন্দপ্রসাদ হাই স্কুল

পরীক্ষার্থী: ২২৩ জন, উত্তীর্ণ: ১৭৯ জন, সর্বোচ্চ: অভিষেক দাস (৬৬১)

• হায়দরপাড়া বুদ্ধ ভারতী হাই স্কুল

পরীক্ষার্থী: ১৯৮ জন, উত্তীর্ণ: ১৬৯ জন, সর্বোচ্চ: অচ্যুত রায় (৬৩৩)

• শক্তিগড় বিদ্যাপীঠ

পরীক্ষার্থী: ২০১ জন, উত্তীর্ণ: ১৩৬ জন, সর্বোচ্চ: নরোত্তম মণ্ডল (৬৩১)

• শক্তিগড় বালিকা বিদ্যালয়

পরীক্ষার্থী: ২৭৯ জন, উত্তীর্ণ: ২১৭, সর্বোচ্চ: সম্প্রীতি আহমেদ (৬৩০)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement