মোদী-মমতা থেকে রাহুল-প্রিয়ঙ্কা, উত্তরবঙ্গে প্রচারে উঠবে ভিভিআইপি-র ঝড়

১৮ এপ্রিল রায়গঞ্জ এবং ২৩ এপ্রিল বালুরঘাট, দুই মালদহে ভোট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৯ ১১:১২
Share:

একমঞ্চে নয়, বরং ভোটের আগে যুযুধান মোদী-মমতা। —ফাইল চিত্র।

শনিবার প্রচারে বেরিয়ে ঝড়ের মুখে পড়লেন প্রায় সব প্রার্থীই। সঙ্গে বৃষ্টিও। তেমনই একটি বৃষ্টির হাত থেকে বাঁচতে কয়েক জন আশ্রয় নিয়েছেন দোকানঘরের চালার নীচে। ছাতা মাথায় প্রার্থীকে দেখে পাশের জনকে বলে উঠলেন এক ব্যক্তি, ‘‘এখন আর কী ঝড় দেখলেন? এ বারে দেখবেন ভিভিআইপি-র ঝড়। ক’টা দিন যেতে দিন।’’

Advertisement

১৮ এপ্রিল রায়গঞ্জ এবং ২৩ এপ্রিল বালুরঘাট, দুই মালদহে ভোট। সব দলের স্থানীয় নেতাকর্মীরা মেনে নিচ্ছেন, আর কয়েক দিনের মধ্যেই ভিভিআইপি-দের প্রচারের ঝড় উঠবে। সেই তালিকায় বিজেপির যেমন আছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, তেমনই কংগ্রেসের রাহুল গাঁধীও আসবেন বলে শোনা যাচ্ছে। বাদ যাচ্ছে না প্রিয়ঙ্কার নামও। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেনই, থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীও। এই প্রচারের ঝড়ে ঘুম উঠেছে পুলিশ-প্রশাসনের।

মমতা বন্দ্যোপাধ্যায় ৯ এপ্রিল রায়গঞ্জ এবং ইসলামপুরে সভা করছেন প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের হয়ে। দাড়িভিট কাণ্ডের পর থেকে ইসলামপুর এলাকায় তৃণমূল চাপে রয়েছে। শুভেন্দু অধিকারীর একাধিক সভাও রাশ পুরোপুরি হাতে নিতে পারেনি। তার উপর কাওয়াখালিতে প্রধানমন্ত্রীর সভায় ইসলামপুর মহকুমা থেকে ৩০ হাজার বিজেপি কর্মী সমর্থক যোগ দিয়েছেন বলে বিজেপি সূত্রে দাবি। ওই এলাকায় মমতার সভা তাই তাৎপর্যপূর্ণ। সেই সঙ্গে তিনি দার্জিলিং কেন্দ্রের চোপড়ায় দাসপাড়া ফুটবল মাঠেও সভা করবেন ১০ এপ্রিল। বালুরঘাট কেন্দ্রে প্রার্থী অর্পিতা ঘোষের হয়ে সভা করতে আসছেন অভিযেক ও মমতা, খবর তৃণমূল সূত্রে। ১১ এপ্রিল কুশমণ্ডিতে অভিষেকের জনসভা। আবার ১২ এপ্রিল বালুরঘাটে মুখ্যমন্ত্রীর জনসভা হবে বলে তৃণমূল সূত্রে দাবি।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বিজেপিও হাত গুটিয়ে বসে নেই। এ বার বুনিয়াদপুরে মোদীর সভার তোড়জোড় শুরু হয়েছে। ওই সভায় বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তো বটেই, থাকবেন রায়গঞ্জ এবং মালদহের দুই কেন্দ্রের প্রার্থীরাও। বিজেপির উত্তরবঙ্গের আহ্বায়ক রথীন বসু বলেন, ‘‘বুনিয়াদপুরে মাঠও দেখা হয়েছে।’’ পরদিনই রায়গঞ্জে অমিত শাহের সভা। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল দাম বলেন, ‘‘অমিত শাহের সভার জন্য বিজেপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জেলা কার্যালয়ে নির্দেশ এসেছে। সভা কোথায় হবে, তা শীঘ্রই ঠিক হবে।’’

রায়গঞ্জ আসনে কংগ্রেসের প্রার্থী দীপা দাশমুন্সির সম্মানের লড়াই। তাঁর প্রচারে রাহুল গাঁধীকে এনে সভা করার প্রস্তুতি নিয়ে ফেলেছেন জেলা কংগ্রেস নেতৃত্ব। শনিবার উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, ‘‘আগামী ১০ এপ্রিল দুপুর তিনটেয় করণদিঘি থানার নাগর সেতু সংলগ্ন জুটমিল মাঠে রাহুল গাঁধীর সভা হওয়ার কথা।’’ রাহুলের সভার জন্য প্রথমে উত্তর হেমতাবাদ এলাকা বাছা হয়েছিল। যে মাঠ বাছা হয়, তার জমি মালিকদের সঙ্গে কথাও বলে কংগ্রেস। তবে পরে করণদিঘিতে করার কথা ভাবা হয়। জেলা কংগ্রেস নেতৃত্ব জানান, করণদগঘির ওই মাঠের মালিক কলকাতায় থাকেন। সোমবারের মধ্যে তিনি অনুমতি দেবেন। এর পরেই নির্বাচনের কমিশনের কাছে অনুমতি চাইবে কংগ্রেস।

এ ছাড়াও সম্ভাব্য ওজনদারদের তালিকায় আছেন কংগ্রেসের প্রিয়ঙ্কা গাঁধী, প্রিয়া দত্ত ও চলচ্চিত্র অভিনেত্রী নাগমা। আছেন বিজেপির উমা ভারতী, মুখতার আব্বাস নকভি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মেনকা গাঁধীর সভার জন্যও প্রস্তাব গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement