পার্থকে আমার দরকার: মমতা

পার্থকে অন্য কাজে দায়িত্ব দেওয়ার কথা জানালেন তৃণমূলনেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৯ ০৯:৪৪
Share:

মমতার সঙ্গে কথা বলছেন পার্থপ্রতিম রায়। নিজস্ব চিত্র

বিদায়ী সাংসদ পার্থপ্রতিম রায় টিকিট পাননি। পেয়েছেন ফরওয়ার্ড ব্লক থেকে আসা পরেশ অধিকারী। তা নিয়ে দলেরই একটি অংশ গোঁসা করেছিলেন বলে তৃণমূল সূত্রে খবর। তবে পার্থকে অন্য কাজে দায়িত্ব দেওয়ার কথা জানালেন তৃণমূলনেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বৃহস্পতিবার মাথাভাঙার জনসভায় মমতা বলেন, “আমাদের এখানকার প্রার্থী পরেশ অধিকারী। তিনি দীর্ঘদিনের বামপন্থী আন্দোলনের নেতা। কিন্তু বামপন্থীদের বেশিরভাগই চলে গিয়েছেন সাম্প্রদায়িক দলে। তিনি তা বুঝতে পেরে দীর্ঘসময় ধরে কাজ করছেন আমাদের সঙ্গে। সবাই মিলে তাঁকে প্রার্থী করা হয়েছে, তার কারণ পার্থকে অন্য কাজে লাগাব। ওকে আমার দরকার আছে। তাই পরেশবাবুকে আমরা এখানে প্রার্থী করেছি।”

বয়সে তরুণ পার্থ তাঁর আড়াই বছরের সময়কালে সংসদে সরব ছিলেন। সাংসদ কোটার টাকার বেশিরভাগটাই খরচ করেছেন তিনি। সেদিক থেকে এবারে দলের একটি অংশের আশা ছিল, এবারে পার্থবাবুকে ফের টিকিট দেবেন মমতা। তা হয়নি। দলীয় সূত্রের খবর, একসময় তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন পার্থ। কিন্তু, পার্থ সাংসদ হওয়ার ছয় মাসের মধ্যে রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়। এই অবস্থার মধ্যে পার্থকে প্রার্থী করলে বিজেপির সঙ্গে লড়াই কঠিন হতে পারে বলে আঁচ করেই দলনেত্রী পরেশকে টিকিট দিয়েছেন বলে দল সূত্রে খবর। তবে পার্থর অনুগামীদের ক্ষোভও যাতে ভোট-প্রস্তুতিতে কোনও প্রভাব ফেলতে না পারে সে জন্য দলনেত্রী বার্তা দিলেন বলে মনে করছেন অনেক নেতাই।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

পার্থ অবশ্য আগেই জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন। এ দিন তিনি বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে রাজনীতি করি। তিনি যা দায়িত্ব দেবেন তাই পালন করব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement