মোদী মুখোশে শিশুরা, অভিযোগ তৃণমূলের

বৃহস্পতিবার দিনহাটার গীতালদহের একটি হোয়াটস্‌অ্যাপে গ্রুপে ভিডিয়োটি ছড়ায়। সেটিতে দেখা যাচ্ছে, কয়েকজন শিশু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশ পরে বিজেপির পতাকা হাতে স্লোগান দিতে দিতে যাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

দিনহাটা শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ১৪:৩৭
Share:

এই ছবিতেই বেধেছে বিতর্ক।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া শিশুদের হাতে বিজেপির পতাকা ও মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশ পরে স্লোগান দেওয়ার ভিডিয়ো নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল। তাদের দাবি, দিনহাটার গীতালদহে ওই ঘটনা ঘটেছে। তৃণমূলের জেলা সভাপতি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘শিশুদের মুখে ও হাতে মুখোশ ও দলীয় পতাকা দিয়ে স্লোগান নির্বাচনী বিধিভঙ্গের মধ্যে পড়ে। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের কাছে দাবি জানানো হয়েছে।’’

Advertisement

বৃহস্পতিবার দিনহাটার গীতালদহের একটি হোয়াটস্‌অ্যাপে গ্রুপে ভিডিয়োটি ছড়ায়। সেটিতে দেখা যাচ্ছে, কয়েকজন শিশু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশ পরে বিজেপির পতাকা হাতে স্লোগান দিতে দিতে যাচ্ছে। তবে ওই ভিডিয়োর সত্যাসত্য আনন্দবাজার যাচাই করেনি। ওই গ্রুপ থেকে কোচবিহার জেলা জুড়েই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তা পৌঁছয় তৃণমূল নেতাদের কাছেও। রবীন্দ্রনাথবাবু বলেন, ‘‘শিশুদের দিয়ে এভাবে প্রচার মারাত্মকভাবে আপত্তিকর।’’

বিজেপির পক্ষ থেকে অবশ্য এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি ব্রজগোবিন্দ বর্মন বলেন, ‘‘রাজ্যের শাসক দলের নেতারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন কোচবিহার লোকসভা কেন্দ্রে তাঁদের প্রার্থীর পরাজয় নিশ্চিত। তাই শিশুদের হাতে বিজেপির পতাকা ও মুখে নরেন্দ্র মোদীর মুখোশ দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে বিজেপির গায়ে কালি ছেটানোর চেষ্টা করছে।’’ বিষয়টি নিয়ে দিনহাটার মহকুমাশাসক পীযূষ গোস্বামী বলেন, ‘‘অভিযোগের তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা হবে।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement