হাই কোর্টের নির্দেশ পৌঁছয় জেলায় জেলায়। প্রতীকী চিত্র।
বেআইনি ভাবে নিয়োগের জেরে ২৬৯ জন চাকরিরত প্রাথমিক শিক্ষককে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। তাঁদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, মঙ্গলবার থেকে তাঁরা স্কুলে ঢুকতে পারবেন না বলেও নির্দেশ হাই কোর্টের। এই আবহে জেলায় জেলায় পৌঁছল বরখাস্ত হওয়া শিক্ষকদের তালিকা।
২৬৯ জনের মধ্যে রয়েছেন কোচবিহার জেলার ৩২ জন প্রাথমিক স্কুল শিক্ষক। মঙ্গলবার কোচবিহার জেলার ওই শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ এসে পৌঁছেছে জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদে। কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হিতেন বর্মণ জানিয়েছেন, আদালত থেকে ওই ৩২ জন শিক্ষককে বরখাস্ত করার নির্দেশ এসেছে। তাঁদের বরখাস্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
একই নির্দেশ পৌঁছেছে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদেও। ৪০ জন প্রাথমিক শিক্ষকের নাম ওই বরখাস্ত তালিকায় রয়েছেন বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সাংসদের চেয়ারম্যান জাভেদ আলম। তিনি বলেন, ‘‘যে নির্দেশ এসেছে তা পালন করা হবে।’’