Leopard

ছাগলের টোপেই কিস্তিমাত, খাঁচা বন্দি চিতাবাঘ

শীতের রাতে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল এই চিতাবাঘটি। মাঝে মধ্যেই মিলছিল গবাদি পশু নিখোঁজের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২১ ০০:৩৩
Share:

অবশেষে খাঁচা বন্দি। নিজস্ব চিত্র।

বন দফতরের পাতা খাঁচায় অবশেষে বন্দি হতে হল এলাকার ত্রাসকে। ডুয়ার্সে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ। তবে তাকে সহজে ফাঁদে ফেলা যায়নি তার জন্য দিয়ে হয়েছিল লোভনীয় টোপ। শনিবার সকালে আলিপুরদুয়ারের মাদারিহাট চা বলয়ের গ্যারগেন্ডা চা বাগানের ২১ নম্বর সেকশনে ছাগলের টোপে খাঁচা বন্দি হয় চিতাবাঘটি।

Advertisement

শীতের রাতে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল এই চিতাবাঘটি। মাঝে মধ্যেই মিলছিল গবাদি পশু নিখোঁজের খবর। চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা যাচ্ছিল এলাকাবা মানুষের। চা বাগানের ঝোপে কান পাতলেই শোনা যাচ্ছিল তার আওয়াজ। কিন্তু কিছুতেই হদিশ মিলছিল না। খবর দেওয়া হয় জলদাপাড়া বন বিভাগে।

গোটা পরিস্থিতি বুঝে বনকর্মীরা ছাগলের টোপ দেন।এর পরেই খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। জানা যায়, সেটিকে উদ্ধার করে দক্ষিণ খয়েরবাড়ির চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ডিএফও কুমার বিমল বলেন ৭-৮ বছরের পুরুষ চিতাবাঘটি সুস্থ আছে। পরে তাকে জলদাপাড়া জঙ্গলে ছেড়ে দেয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement