ধুন্ধুমার: সোমবার হিলকার্ট রোডের ঘটনার দুই দৃশ্য। ফাইল চিত্র
পুলিশের গায়ে কেরোসিন ছেটানোর মামলায় দলের কাউকে গ্রেফতার হলে বড় অবরোধ-মিছিল এবং জেল ভরো কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিলেন শিলিগুড়ির সিপিএম বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্য। যিনি দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর আমন্ত্রিত সদস্যও। মঙ্গলবার বিকেলে মিত্র সম্মিলনী হলে দলের কনভেনশনে অশোকবাবুর দাবি, ‘‘আমাদের মিছিলে নগ্ন আক্রমণ করে মিথ্যে মামলা দিয়ে আমাদেরই গ্রেফতার করবে? আমরা ভয় পাই না। আমি তো সারাদিন শহরে। কেন গ্রেফতার করল না? করুক গ্রেফতার। আমরা আরও বড় প্রতিরোধ গড়ে তুলব। জেল ভরব।’’ আগামী ২ অক্টোবর আরও একটি কনভেনশন এবং ৫ অক্টোবর প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে বামেরা।
এই অবস্থায়, শিলিগুড়ি পুরসভার বিরোধী দল নেতা তৃণমূলের রঞ্জন সরকার অশোকবাবুকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। তাঁর দাবি, ‘‘বিজেপি উত্তর দিনাজপুরে পুলিশকে আক্রমণ করছে, শিলিগুড়িতেও মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে সেই বেআইনি কাজ করছে সিপিএম। আন্দোলনের নামে পুলিশের উপর আক্রমণের নায়ক মেয়র থানায় যাওয়া সত্ত্বেও তাঁকে কেন গ্রেফতার করা হল না? তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।’’ শিলিগুড়ির রাজনৈতিক বাতাবরণ এতে নষ্ট হচ্ছে বলেও দাবি করেন তিনি। তার প্রতিবাদে তৃণমূল কাউন্সিলররা আজ বুধবার পুরসভার বোর্ড মিটিংয়ে নিন্দা প্রস্তাবের দাবি তুলবে।
বিরোধী দলনেতার এ কথার সরাসরি কোনও জবাব অশোকবাবু দিতে চাননি। তবে এ দিন বিকেলে মিত্র সম্মেলনী হলে মিছিলের উপর পুলিশের আক্রমণের অভিযোগ তুলে প্রতিবাদ জানান অশোকবাবু। দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার বলেন, ‘‘ছাত্রহত্যার বিচার চেয়ে মিছিল করা অন্যায়? নাকি মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানো অন্যায়? দার্জিলিং জেলায় তৃণমূল শূন্য। তাই এখন পুলিশ তৃণমূলের ভূমিকা নিয়ে এ সব করার চেষ্টা করছে।’’ তাঁর দাবি, যত বেশি আক্রমণ হবে মানুষ বামেদের পক্ষেই আরও বেশি করে আসবে।