North Bengal

Weather Update: সিকিমে ২০ মাইলে ধসে বিপর্যস্ত যান চলাচল, উত্তরবঙ্গে রাতভর বৃষ্টি, লাল সতর্কতা

দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। লাল সতর্কতা জারির সম্ভাবনা রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ১১:০৪
Share:

সিকিমে ধসের কারণে ভোররাত থেকে যানজটয় নিজস্ব চিত্র।

টানা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। পাহাড়ে নামছে ধস। বুধবার সিকিমের ২০ মাইলে ব্যাপক ধসের কারণে যান চলাচল প্রায় বন্ধ।

Advertisement

মঙ্গলবার রাতভর ব্যাপক বৃষ্টি হয়েছে উত্তরের পাহাড় সহ-সমতলে। পাহাড়ে বৃষ্টির পরিমাণ ছিল অপেক্ষাকৃত বেশি। ইতিমধ্যে সিকিমের ২০ মাইলে ধসের জেরে বিপর্যস্ত যান চলাচল। সেই ধস সরিয়ে খানিকটা যান চলাচল স্বাভাবিক হয়েছিল। কিন্তু পুনরায় আবার ধস নামে। ফলে এখন যান চলাচল একেবারে বন্ধ বলে খবর পাওয়া গিয়েছে৷

অন্য দিকে, নাথুলা যাওয়ার রাস্তায় ছোটখাটো ধস রয়েছে৷ তবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত ২০ মাইলের ১০ নম্বর জাতীয় সড়ক। ইতিমধ্যে ধস সারানোর কাজে নেমেছে প্রশাসন। তবে বুধবার ভোররাত থেকে সিকিমগামী রাস্তায় যানজট চলছে। সিংথাম ও রংপোর মধ্যে যোগাযোগ পুরোপুরি বন্ধ। অন্য দিকে, সিংথাম থেকে তেমি তারকু, রংপো ও রোরাথাংয়ের যোগাযোগও বন্ধ হয়ে গিয়েছে।

Advertisement

সিকিম আবহাওয়া দফতরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, ‘‘সিকিমের বেশ কিছু জায়গায় ছোট-বড় ধস রয়েছে। ২০ মাইলে সবথেকে বড় ধস নামে৷ আগামী পাঁচ দিন সিকিমে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়েও মাঝারি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের সমতল-সহ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তিস্তা এবং অন্যান্য নদীতে লাল সতর্কতা জারি হতে পারে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement