উদ্ধার করা হচ্ছে ধসে আটকে পড়া গাড়ি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
ফের ধস নামল উত্তরবঙ্গে। মঙ্গলবার ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে কালিম্পং থেকে সিকিম যাওয়ার রাস্তা। সোমবারও ধস নেমেছিল ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইলে।
ধসের জেরে বন্ধ রয়েছে কালিম্পং থেকে সিকিম যাওয়ার রাস্তা। ইতিমধ্যেই ধস সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। যদিও সেই কাজ শেষ হতে হতে বিকেল গড়িয়ে যাওয়ার আশঙ্কা উদ্ধারকারী দলের। ধসের জেরে একটি মারুতি ভ্যান আটকে পড়ে। সেটিকে উদ্ধার করা হয়েছে। ধসের কারণে ওই রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে গিয়েছে গাড়ি।
সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা। তবে মঙ্গলবারের ধসে কোনও হতাহতের খবর নেই। গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে পাহাড়ে। তার জেরেই এই ধস নেমেছে বলে মনে করা হচ্ছে।